বৃষ্টিতে পণ্ড তৃতীয় টি-টোয়েন্টি, সিরিজ সেরা লিটন
::সংক্ষিপ্ত স্কোর::
বাংলাদেশ: ১৬৪/৪ (১৮.২ ওভারে)
বৃষ্টিতে খেলা পরিত্যক্ত
ফলাফল: বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজে জয়
শেষ পর্যন্ত বৃষ্টির পেটেই গেল তৃতীয় টি-টোয়েন্টি। প্রথম দফায় বৃষ্টির পর খেলা শুরু করা গিয়েছিল। কিন্তু দ্বিতীয় দফার বৃষ্টিতে ভেস্তে গেলে খেলার সব আয়োজন। রাত ৮টা ৩১ মিনিটে দ্বিতীয় দফার বৃষ্টি শুরু হয় সিলেটে। সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির মাত্রাও বাড়তে থাকে। খেলা শুরু করা যাবে না বোঝা যাচ্ছিল। শেষ পর্যন্ত রাত ৯টা ৪৫ মিনিটে খেলা কলড অফ করে দেন আম্পায়াররা।
সোহান ১১ বলে ২২ ও জাকের আলী ১৩ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন। ২৩ বলে ৪২ রান যোগ করেন দুজন। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন লিটন দাস। ৪৬ বলে ৬ চার ও ৪ ছক্কায় সাজান ইনিংসটি। ১৪৫ রান করে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন লিটন। ক্যারিয়ারে তৃতীয়বার সিরিজ সেরা পুরস্কার পেলেন তিনি।
বৃষ্টিতে আবার খেলা বন্ধ:
১৮.২ ওভারে বাংলাদেশ ১৬৪ রান তোলার পর বৃষ্টি আবার হানা দেয়। সে কারণে খেলা আবার বন্ধ করা হয়েছে।
১৫০ রান পেরিয়ে বাংলাদেশ
১৭.২ ওভারে বাংলাদেশ পেরিয়ে গেল ১৫০ রান। ১৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৬৩ রান। নুরুল হাসান ১১ বলে ২ ছক্কায় ২২ ও জাকের আলী ১১ বলে ১ চার ও ১ ছক্কায় ১৯ রানে ব্যাট করছেন।
এক বলের ব্যবধানে লিটন-শামীমের বিদায়:
ভালোই খেলছিলেন লিটন ও শামীম। তাদের ব্যাটে ১৪ ওভারেই বাংলাদেশের রান হয় ১২১। কিন্তু ১৫তম ওভারে এক বলের ব্যবধানে দুই ব্যাটসম্যানই আউট হন। কেভিন ক্লেইনের করা ১৫তম ওভারের প্রথম বলে আউট হন লিটন। যাওয়ার আগে ৪৬ বলে ৬টি চার ও ৪ ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলে যান। এক বল পরেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন শামীম। ১৯ বলে ১ চারে ২১ রান আসে তার ব্যাট থেকে।
লিটনের ঝড়ো ব্যাটিং ১১ ওভারেই ১০০ পেরিয়ে বাংলাদেশ
লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে ১১ ওভারেই ১০০ রান পেরিয়ে গেল বাংলাদেশ। ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০২। লিটন ৬টি চার ও ৪ ছক্কায় ৬৫ ও শামীম হোসেন ১ চারে ১২ রানে ব্যাট করছেন।
৭৭ রানের মাথায় হৃদয়ের বিদায়:
৩৯ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটেছিল। এরপর ফ্লাডলাইট ইস্যু ও বৃষ্টির পর আবার খেলা শুরু হয়। এবার ৭৭ রানের মাথায় ফিরলেন এই ম্যাচে সুযোগ পাওয়া তাওহীদ হৃদয়। প্রিঙ্গলের করা নবম ওভারের দ্বিতীয় বলটি উড়িয়ে মারতে গিয়ে বিক্রমজিতের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়। ১৪ বলে ৯ রান করেন তিনি কোনো বাউন্ডারি ছাড়া।
২৭ বলে লিটনের ১৪তম ফিফটি:
বৃষ্টির পর ২৭ বলে ৫টি চার ও ৩ ছক্কায় টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৪তম ফিফটি পূর্ণ করেন লিটন দাস। এর মধ্য দিয়ে তিনি ভাঙেন সাকিবের রেকর্ড। তার ফিফটিতে ভর করে ৮ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ৭৭।
বৃষ্টির পরে খেলা শুরু:
বৃষ্টির কারণে ৩৪ মিনিট খেলা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে খেলা বন্ধ হয়। আর ৭টা ১১ মিনিটে আবার শুরু হয়। ৩৪ মিনিট খেলা বন্ধ থাকলেও কোনো ওভার কাটা হয়নি। যথারীতি ২০, ২০ ওভারেই খেলা হবে।
ফ্লাটলাইট সমস্যার পর বৃষ্টিতে খেলা বন্ধ:
ফ্লাডলাইট সমস্যার পর ৩ বল খেলা হয়। এরপর বৃষ্টি এসে হানা দেয়। বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে। বৃষ্টি আসার আগ পর্যন্ত ৪.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬০ রান। লিটন দাস ১৬ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৪২ রানে ও তাওহীদ হৃদয় ৩ রানে অপরাজিত আছেন। লিটনের সামনে সুযোগ রয়েছে তার ১৮ বলে করা ফিফটির রেকর্ডটি আবার ছোঁয়ার।
ফ্লাডলাইট সমস্যায় খেলা বন্ধ:
৩.৪ ওভারে বাংলাদেশের রান ৫০ পেরিয়ে যাওয়ার পর ফ্লাডলাইটে সমস্যা দেখা দেয়। সে কারণে প্রায় ১০ মিনিটের মতো খেলা বন্ধ থাকে। এরপর আবার খেলা শুরু হয়।
সাইফের বিদায়ের পর বাংলাদেশের ফিফটি:
চতুর্থ ওভারের প্রথম বলে দলীয় ৩৯ রানের মাথায় আউট হন সাইফ হাসান। কেভিন ক্লেইনের বলে বোল্ড হয়ে যান তিনি। ৮ বল খেলে ২ চারে করেন ১২ রান। এরপর লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে ৩.৪ ওভারেই ফিফটি পেরিয়ে যায় বাংলাদেশ।
পাঁচ পরিবর্তন নিয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ:
একাদশে পাঁচ পরিবর্তন এনে শেষ টি-টোয়েন্টি ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নেমেছেন সাইফ হাসান ও লিটন দাস।
সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় বাংলাদেশ দল আজ পাঁচটি পরিবর্তন এনে মাঠে নেমেছে। একাদশে সুযোগ পেয়েছেন নুরুল হাসান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন। একাদশের বাইরে গেছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মাহেদী হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ:
১. লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক)
২. সাইফ হাসান
৩. তাওহীদ হৃদয়
৪. নুরুল হাসান
৫. জাকের আলী
৬. শামীম হোসেন
৭. মোহাম্মদ সাইফউদ্দিন
৮. শরিফুল ইসলাম
৯. রিশাদ হোসেন
১০. নাসুম আহমেদ
১১. তানজিম হাসান সাকিব।
নেদারল্যান্ডস দল একটি পরিবর্তন এনেছে। দলে অন্তর্ভুক্ত হয়েছেন টিম প্রিঙ্গল। দল থেকে বাদ পড়েছেন সিকান্দার জুলফিকার।
নেদারল্যান্ডস একাদশ:
১. ম্যাক্সওয়েল ও'ডাউড
২. বিক্রমজিৎ সিং
৩. অনিল তেজা নিদামানুরু
৪. স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক)
৫. শারিজ আহমাদ
৬. নোয়া ক্রোয়েস
৭. টিম প্রিঙ্গল
৮. কাইল ক্লেইন
৯. আরিয়ান দত্ত
১০. পল ভ্যান মিকেরেন
১১. ড্যানিয়েল ডোরাম।
ঢাকা/আমিনুল