ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আফগানিস্তানকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৫, ১৬ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৮:৩৯, ১৭ সেপ্টেম্বর ২০২৫
আফগানিস্তানকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ল বাংলাদেশ

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলেছে। জিততে আফগানিস্তানকে করতে হবে ১৫৫ রান।

টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। ৬.৩ ওভারেই তারা তুলে ফেলেন ৬৩ রান। এই হারে ফিরেন আজ একাদশে সুযোগ পাওয়া সাইফ। তিনি ২৮ বলে ২টি চারও ১ ছক্কায় করেন ৩০ রান। এরপর ৮৭ রানের মাথায় আউট হন লিটন দাস। আজ তিনি ৯ রানের বেশি করতে পারেননি।

আরো পড়ুন:

তবে ফিফটি তুলে নেন তানজিদ। তিনি ফিফটি করেই অবশ্য সাজঘরে ফেরেন। দলীয় ১০৪ রানের মাথায় ৩১ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৫২ করে আউট হন তানজিদ।

১২১ রানের মাথায় আউট হন শামীম হোসেন পাটোয়ারী। তিনি ১১ বলে ২ চারে ১১ রান করেন। ১৩৯ রানের মাথায় ফিরেন তাওহীদ হৃদয়। ২০ বলে ১টি চার ও ১ ছক্কায় ২৬ রান করেন তিনি। সেখান থেকে জাকের আলী ও নুরুল হাসান সোহান অপরাজিত থেকে দলকে ১৫৪ রানের সংগ্রহ এনে দেন। সোহান ৬ বলে ২ চারে ১২ রানে ও জাকের ১৩ বলে ১ চারে ১২ রানে অপরাজিত থাকেন।

বল হাতে আফগানিস্তানের নুর আহমদ ৪ ওভারে ২৩ রান দিয়ে ২টি উইকেট নেন। রশিদ খান ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ২টি উইকেট। আজমতউল্লাহ ওমরজাই ৩ ওভারে ১৯ রান দিয়ে নেন ১ উইকেট।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়