ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিসিসিআইয়ের নতুন সভাপতি নির্বাচিত হলেন মিথুন মানহাস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ২৮ সেপ্টেম্বর ২০২৫  
বিসিসিআইয়ের নতুন সভাপতি নির্বাচিত হলেন মিথুন মানহাস

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডে (বিসিসিআই) এলো বড় পরিবর্তন। রবিবার (২৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে বোর্ডের ৩৭তম সভাপতি নির্বাচিত হয়েছেন প্রাক্তন দিল্লি অধিনায়ক মিথুন মানহাস। তিনি দায়িত্ব নিচ্ছেন রজার বিনির স্থলাভিষিক্ত হয়ে, যিনি বয়সসীমার কারণে গত মাসে অবসর নিয়েছিলেন।

দেশীয় ক্রিকেটের তারকা, বোর্ডের নতুন নেতা:
৪৫ বছর বয়সী মিথুন মানহাস একসময় ছিলেন দেশীয় ক্রিকেটের রানমেশিন। ১৫৭ ফার্স্ট ক্লাস ম্যাচে তার সংগ্রহ ৯ হাজার ৭১৪ রান, সঙ্গে ২৭টি সেঞ্চুরি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৩০ ম্যাচ আর আইপিএলে খেলেছেন ৫৫টি ম্যাচ। ২০১৭ সালে অবসরের আগে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে ছিলেন এক নির্ভরযোগ্য নাম। আজ সেই অভিজ্ঞ ক্রিকেটার দায়িত্ব নিয়েছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী ক্রিকেট বোর্ডের শীর্ষপদে।

আরো পড়ুন:

এজিএমে আরও যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে:
রাজীব শুক্লা থাকছেন সহ-সভাপতি,
দেবজিৎ শইকিয়া হয়েছেন সচিব,
রঘুরাম ভাট কোষাধ্যক্ষ,
প্রভতেজ ভাটিয়া যুগ্ম-সচিব।

নারী ক্রিকেটের নির্বাচনী কমিটিতেও পরিবর্তন এসেছে। দীর্ঘ চার বছর দায়িত্ব পালনের পর নীতু দাভিদের জায়গায় প্রধান নির্বাচক হয়েছেন প্রাক্তন অলরাউন্ডার অমিতা শর্মা। তার সঙ্গে কাজ করবেন শ্যামা দে, জয়া শর্মা ও শ্রাবন্তী নাইডু। আসন্ন ২০২৫ নারী বিশ্বকাপ (ভারত-শ্রীলঙ্কা যৌথ আয়োজিত) শেষে আনুষ্ঠানিকভাবে তারা দায়িত্ব গ্রহণ করবেন।

পুরুষদের নির্বাচক কমিটিতে নতুন মুখ:
পুরুষদের জাতীয় দলের নির্বাচক কমিটিতে যোগ দিয়েছেন প্রাক্তন ভারতীয় পেসার আরপি সিং ও বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। বোর্ডের বিশ্বাস, সাম্প্রতিক খেলার অভিজ্ঞতা তাদের সিদ্ধান্তকে আরও কার্যকর করবে। অন্যদিকে, সিনিয়র নির্বাচক কমিটি থেকে সরে গিয়ে জুনিয়র দলের চেয়ারম্যান হয়েছেন প্রাক্তন তামিলনাড়ু ব্যাটার এস শারাথ।

ডব্লিউপিএল ও বয়সসীমার নতুন নিয়ম:
নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) কমিটির চেয়ারম্যান হয়েছেন জয়স জর্জ। এই কমিটিতে সদস্য হিসেবে থাকবেন মিথুন মানহাস, রাজীব শুক্লা ও অরুণ সিং ধুমাল। পরিকাঠামো কমিটির নেতৃত্ব দেবেন রোহন জেটলি।

এছাড়া একটি গুরুত্বপূর্ণ নিয়মও পাস হয়েছে- ১৬ বছরের নিচের কোনো ক্রিকেটার আইপিএলে খেলতে পারবে না, যদি না সে অন্তত একটি রঞ্জি ট্রফি ম্যাচ খেলে থাকে।

নতুন যুগের সূচনা:
রজার বিনির বিদায়ের পর বিসিসিআইয়ের হাল ধরলেন মিথুন মানহাস। একসময় যিনি ঘরোয়া ক্রিকেটের আস্থার প্রতীক ছিলেন, এবার তাকে দেখা যাবে প্রশাসনিক মঞ্চে। ভারতের ক্রিকেট সাম্রাজ্যের নতুন এই অধিনায়ক কতটা সফল হবেন, সেটিই এখন দেখার অপেক্ষা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়