ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিসিবি নির্বাচন করবেন না তামিম

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ১ অক্টোবর ২০২৫   আপডেট: ১৩:৩৯, ১ অক্টোবর ২০২৫
বিসিবি নির্বাচন করবেন না তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অংশ নিচ্ছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার (০১ অক্টোবর) মনোনয়ন প্রত্যাহারের দিনে খুব সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গিয়ে নিজের মনোনয়ন তুলে নেন তামিম। নিজে নিশ্চিত করেছেন এ খবর। 

ক্লাব ক্যাটেগরি থেকে মনোনয়ন তুলে নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন তামিম। কাউন্সিলর হয়েছিলেন ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে। নির্বাচনে নোংরামি হচ্ছে এমন অভিযোগ অনেক আগেই করে এসেছিলেন তিনি। সরে যেতে পারেন এমন আগাম বার্তাও দিয়ে রেখেছিলেন। শেষ পর্যন্ত তাই করলেন।

আরো পড়ুন:

শুধু তামিম-ই নন, ক্লাব ক্যাটেগরি থেকে মনোনয়ন তোলা আরো অনেকেই নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। এই তালিকায় আছেন, রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান, ইব্রাহীম আহমেদ, মির হেলাল, সৈয়দ বুরহান হোসেন পাপ্পু, ইসরাফিল খসরু, সাব্বির আহমেদ রুবেল, আসিফ রাব্বানি ও ইয়াসির আব্বাস।

আজ সকালে তামিম প্রয়োজনীয় কাগজপত্র হাতে উপস্থিত হন বিসিবিতে। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে তামিমের মনোনয়নপত্র টিকে গেলেও স্বেচ্ছায় তা প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছিল।

এক্সিউম ক্রিকেটার্সের কাউন্সিলর ইসরাফিল খসরু বলেছেন, ‘‘বিসিবি নির্বাচনে নগ্ন হস্তক্ষেপ চলছে। নির্বাচনের কোনো পরিবেশ এখানে নেই। স্বেচ্ছাচারিতা করা হচ্ছে। নতুন বাংলাদেশে এই ধরনের কোনো নির্বাচন আমরা চাই না।’’

‘‘সরকারের একটি গোষ্ঠী এখানে হস্তক্ষেপ করছে। আপাতত এটুুকুই বলতে পারি। শিগগিরই সংবাদ সম্মেলন করে বিস্তারিত বলব আমরা।’’

সব মিলিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন যারা—

১. তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস)
২. রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা ক্রীড়াচক্র)
৩. মাসুদুজ্জামান (মোহামেডান)
৪. সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স)
৫. মির হেলাল (চট্টগাম জেলা)
৬. সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি)
৭. ইসরাফিল খসরু (এক্সিউম ক্রিকেটার্স)
৮. সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ)
৯. তৌহিদ তারেক (পাবনা)
১০. অসিফ রাব্বানী (শাইনপুকুর)
১১. সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর (ক্যাটাগরি-৩)
১২. ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং)
১৩. ফাহিম সিনহা (সুর্যতরিণ)
১৪. সাইফুল ইসলাম সপু (গুপিবাগ ফ্রেন্ডস)
১৫. ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ)

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়