ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ১৪৮

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ৩ অক্টোবর ২০২৫   আপডেট: ০০:২৪, ৪ অক্টোবর ২০২৫
সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ১৪৮

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে বাংলাদেশকে ১৪৮ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। আজ শুক্রবার (০৩ অক্টোবর) রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আফগানিস্তান ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করেছে। প্রথম ম্যাচ জেতা বাংলাদেশ আজ আফগানদের হারালেই নিশ্চিত হবে সিরিজ জয়।

ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে সেদিকুল্লাহ অটল ও ইব্রাহিম জাদরান ৫৫ রান তোলেন ৭.৪ ওভারে। এই রানে সেদিকুল্লাহ আউট হন ১৯ বলে ১ চার ও ২ ছক্কায় ২৩ রান করে। এরপর ৭১ রানের মাথায় ইব্রাহিম ফিরেন ৩ চার ও ১ ছক্কায় ৩৮ রান করে। এই ম্যাচে অভিষেক হওয়া ওয়াফিউল্লাহ তারাখিল অবশ্য ১ রানের বেশি করতে পারেনি। ৭২ রানের মাথায় সাজঘরে ফেরেন তিনি। ৯০ রানের মাথায় ফিরেন দারবিশ রাসুলিও। ২ ছক্কায় ১৪ রান করে যান তিনি। ১১৮ রানের মাথায় আউট হন মারমুখী হয়ে ওঠা রহমানুল্লাহ গুরবাজ। তিনি ১ চার ও ২ ছক্কায় ৩০ রান করে যান।

আরো পড়ুন:

এরপর অবশ্য আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবী মিলে ষষ্ঠ উইকেটে ২২ বলে অবিচ্ছিন্ন ২৯ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহকে ১৪৭ পর্যন্ত নিয়ে যান। নবী মাত্র ১২ বলে ২টি চার ও ১ ছক্কায় ২০ রানে ও আজমতউল্লাহ ১ ছক্কায় ১৯ রানে অপরাজিত থাকেন।

বল হাতে বাংলাদেশের নাসুম আহমেদ ৪ ওভারে ২৫ রানে ২টি উইকেট নেন। রিশাদ হোসেন ৪ ওভারে ২টি উইকেট নিলেও তিনি ছিলেন খরুচে। রান দেন ৪৫টি। মোস্তাফিজুর রহমান আজ ৪ ওভারে ৪০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। সবচেয়ে কিপ্টে বোলিং করেন আজকের ম্যাচে সুযোগ পাওয়া শরীফুল ইসলাম। তিনি ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১টি উইকেট নেন।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়