লর্ডসে প্রথম, মিরপুরে শততম টেস্ট মুশফিকুর
মুশফিকুর রহিম
মুশফিকুর রহিমের অপেক্ষার প্রহর তাহলে ফুরাতে যাচ্ছে। ১০০তম টেস্ট খেলার প্রবল ইচ্ছা ছিল তার। ২০০৫ সালে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে তার পথচলা শুরু হয়েছিল সাদা পোশাকের ক্রিকেটে। অনেক পথ পেরিয়ে তিনি এখন শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে।
সবকিছু ঠিকঠাক থাকলে ১৯ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের ১০০তম টেস্ট খেলবেন মুশফিকুর। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এমন কীর্তি করতে যাচ্ছেন তিনি। এখন পর্যন্ত খেলেছেন ৯৮ টেস্ট।
৬ নভেম্বর দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। সিলেটে প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর। মুশফিকুরের সেই ম্যাচটি হবে ৯৯তম। পরের ম্যাচ ১৯ নভেম্বর মিরপুরে। এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটার তিন সংখ্যায় প্রবেশ করবেন তিনি।
অন্য দুই ফরম্যাট ছাড়লেও টেস্ট ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে তার। শততম টেস্ট খেলেই থমকে যেতে চান না।
আয়ারল্যান্ডের বিপক্ষে পরে বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে চট্টগ্রামে। ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পরের দিন আয়ারল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ ছাড়বে।
দুই দলের এটাই প্রথম পূর্ণাঙ্গ টুর্নামেন্ট হতে যাচ্ছে। এর আগের ২০২৩ সালে আয়ারল্যান্ড বাংলাদেশে এসে একটি টেস্ট খেলেছিল। যেই ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ৭ উইকেটে।
ঢাকা/ইয়াসিন/মেহেদী