ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কত ভোটে কারা বিসিবির পরিচালক হলেন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ৬ অক্টোবর ২০২৫   আপডেট: ১৯:২০, ৬ অক্টোবর ২০২৫
কত ভোটে কারা বিসিবির পরিচালক হলেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হলো আজ রবিবার। সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড়, ধনী ক্রীড়া সংস্থার পরবর্তী চার বছরের নীতিনির্ধারক নির্বাচন হলো আজ।

প্রাথমিক ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন, ‘‘আমাদের মোট ১৫৬টি ভোট ছিল। ১৫৬ ভোটের মধ্যে প্রদত্ত ভোট ১১৫টি। অর্থাৎ ভোট প্রদানের হার ৭৩.৭১ শতাংশ। ক্যাটাগরি–১, বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থা। মোট ভোটার ৩৫। প্রদত্ত ভোট ৩০।  ক্যাটাগরি–২ ক্লাব, মোট ভোট ৭৩। প্রদত্ত ভোট ৪২। ক্যাটাগরি–২, মোট ভোটার ৪৫। প্রদত্ত ভোট ৪৩।’’

আরো পড়ুন:

ক্যাটাগরি–১, বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থা:
ঢাকা বিভাগ: আমিনুল ইসলাম (১৫),  নাজমুল আবেদীন (১৫)।
রাজশাহী বিভাগ: মুখলেসুর রহমান (৭)। 
রংপুর বিভাগ: হাসানুজ্জামান (৭)
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত:
চট্টগ্রাম বিভাগ বিজয়ী: আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর।
খুলনা বিভাগ: আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান।
সিলেট বিভাগ: রাহাত শামস।
বরিশাল বিভাগ: শাখাওয়াত হোসেন।

ক্যাটাগরি–২: ক্লাব ও প্রতিষ্ঠানের প্রতিনিধি
ইশতিয়াক সাদেক (৪২), আদনান রহমান দীপন (৪০), ফায়াজুর রহমান (৪০), আবুল বাশার (৪০), আমজাদ হোসেন (৪১), শানিয়ান তানিম (৪২), মোখছেদুল কামাল (৪১), এম. নাজমুল ইসলাম (৩৭), ফারুক আহমেদ (৪২), মনজুর আলম (৩৯), মেহরাব আলম চৌধুরী (৪১) ও ইফতেখার রহমান মিঠু (৩৪)।

ক্যাটাগরি–৩: বিশেষ সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সার্ভিসেস দল
খালেদ মাসুদ পাইলট (৩৫)।
জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক:
এম. ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়