২২১ রানে অলআউট বাংলাদেশ
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২২১/১০ (৪৮.৫ ওভারে)
২২১ রানে অলআউট বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২২১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জিততে আফগানিস্তানকে করতে হবে ২২২ রান।
ব্যাট হাতে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৬০ রান করেন। তাওহিদ হৃদয় ১ চার ও ৩ ছক্কায় করেন ৫৬ রান। অভিষিক্ত সাইফ হাসানের ব্যাট থেকে আসে ২৬ রান।
বল হাতে আফগানিস্তানের রশিদ খান ১০ ওভারে ৩৮ রানে ৩টি উইকেট নেন। আজমতউল্লাহ ওমরজাই ৯ ওভারে ৪০ রানে নেন ৩টি উইকেট। এ.এম গজনফার ৯.৫ ওভারে ১ মেডেনসহ ৫৫ রান দিয়ে নেন ২টি উইকেট।
৪৬ ওভারে ২০০ পেরিয়ে বাংলাদেশ
৪৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০০ পেরুলো বাংলাদেশ। তানজিম হাসান সাকিব ১৬ ও হাসান মাহমুদ ৩ রানে ব্যাট করছেন। তাদের আগে মেহেদী মিরাজ ৬০, জাকের আলী ১০, নুরুল হাসান সোহান ৭ রান করে আউট হন।
শতরানের জুটি গড়ে ফিরলেন হৃদয়
৫৩ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় মেহেদী হাসান মিরাজ। চতুর্থ উইকেটে তারা দুজন ১০১ রানের জুটি গড়ে দলকে বিপদের হাত থেকে উদ্ধার করেন। ১৫৪ রানের মাথায় হৃদয় রান আউট হলে ভাঙে এই জুটি। ৮৫ বলে ৩টি ছক্কা ও ১ চারে ৫৬ রান করে যান হৃদয়।
হৃদয়-মিরাজের জোড়া ফিফটি:
টস জিতে ব্যাট করতে নেমে ৫৩ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। এই জুটি ইতোমধ্যে ৯৪ রান তুলেছে অবিচ্ছিন্ন থেকে। দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। হৃদয় ১ চার ও ৩ ছক্কায় ৫৫ ও মিরাজ ১ চার ও ১ ছক্কায় ৫০ রানে অপরাজিত আছেন। তাদের দুজনের ব্যাটে ভর করে বাংলাদেশ ৩৪ ওভার শেষে ১৪৭ রান তুলেছে।
শতরান পেরিয়ে বাংলাদেশ
২৬ ওভার শেষে শতরান পেরুল বাংলাদেশ। ২৬ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০৬। মিরাজ ৩১ ও হৃদয় ৩৪ রানে ব্যাট করছেন। ৫৩ রানেই ৩ উইকেট হারানোর পর তারা দুজন টানছেন বাংলাদেশের সংগ্রহকে।
১৫ ওভার শেষে বাংলাদেশ ৬২/৩:
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৬২ রান। তাওহিদ হৃদয় ১৭ ও মেহেদী হাসান মিরাজ ৩ রানে ব্যাট করছেন।
তানজিদ হাসান তামিম ১০, নাজমুল হোসেন শান্ত ২ ও এই ম্যাচে অভিষেক হওয়া সাইফ হাসান ৫ চারে ২৬ রান করে আউট হয়েছেন। দুটি উইকেট নিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। একটি উইকেট নিয়েছেন নাঙ্গেলিয়া খারোটি।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাইফের অভিষেক:
টি-টোয়েন্টি সিরিজের পর আজ বুধবার (০৮ অক্টোবর) থেকে শুরু হয়েছে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে প্রথম ওয়ানডের। টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি অবশ্য ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশ দলে আজ অভিষেক হয়েছে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি সিরিজে ভালো করা সাইফ হাসানের।
টস জিতে মেহেদী হাসান মিরাজ বলেছেন, “আমরা প্রথমে ব্যাট করব। উইকেট বেশ ভালো মনে হচ্ছে, এখানে ২৮০ রান একটি প্রতিযোগিতামূলক স্কোর হতে পারে। টি-টোয়েন্টি সিরিজে আমরা দুর্দান্ত খেলেছি, সেই ছন্দ ধরে রাখতে চাই। এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকদিন পর আমরা আবার ওয়ানডে খেলছি। আমাদের দলে রয়েছে তিনজন পেসার, দুইজন স্পিনার এবং একজন নতুন মুখ- সাইফ। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি সিরিজে যেভাবে সে খেলেছে, আশা করি আজও ভালো কিছু উপহার দেবে।”
আফগানিস্তানের অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি বলেন, ‘‘আমরাও ব্যাট করতে চেয়েছিলাম। এটি একটি নতুন পিচ, আশা করি প্রতিপক্ষের সিদ্ধান্ত আমাদের জন্য ইতিবাচক হবে। আমরা দেশে ঘরোয়া টুর্নামেন্টে খেলেছি, কয়েকজন টি-টোয়েন্টি সিরিজেও অংশ নিয়েছে। ভালো ফলের প্রত্যাশা করছি।”
বাংলাদেশের একাদশ:
তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান (অভিষেক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, জাকের আলি (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব
আফগানিস্তানের একাদশ:
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহিদি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোটি, আল্লাহ মোহাম্মদ গজনফার ও বশির আহমদ।
ঢাকা/আমিনুল