টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ শুক্রবার (১০ অক্টোবর) নিউ জিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন। তিনি অবশ্য ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
নিউ জিল্যান্ডের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। বাংলাদেশ আগের দুই ম্যাচের একটিতে জিতলেও নিউ জিল্যান্ডের মেয়েরা এখনো জয়ের মুখ দেখেনি।
টস জিতে সোফি জানান, এটি ব্যবহৃত উইকেট এবং তারা আগে ব্যাট করতে চায়। প্রথমে ভালো একটা স্কোর গড়ে তুলে এরপর বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করাই তাদের লক্ষ্য। তিনি স্বীকার করেন, অনেক কিছুই ইতিমধ্যে ঠিকঠাক চলছে। তবে মূল বিষয় হলো- এই ধারাবাহিকতা দীর্ঘ সময় ধরে ধরে রাখা এবং এমন জুটিগুলো গড়ে তোলা, যেগুলো ম্যাচ জেতানোর মতো হতে পারে। একমাত্র পরিবর্তন; ইলিংয়ের জায়গায় খেলছেন মেয়ার।
বাংলাদেশের নিগার সুলতানা জ্যোতি জানান, তারাও আগে বল করতেন। কারণ, তাদের বোলাররা এখন পর্যন্ত ভালো পারফর্ম করছেন। এটি তাদের জন্য একটি ভালো সুযোগ। তারা নিজেদের সেরা খেলাটা খেলতে চায় এবং তার বিশ্বাস, আজ জয়ের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। ফাহিমা খাতুন ও সানজিদা আক্তার মেঘলা খেলছেন না। তাদের পরিবর্তে একাদশে এসেছেন সুমাইয়া আক্তার ও নিশিতা আক্তার নিশি।
বাংলাদেশের একাদশ:
রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটরক্ষক), সোবহানা মোস্তারী, সুমাইয়া আক্তার, শর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আক্তার নিশি
নিউ জিল্যান্ডের একাদশ:
সুজি বেটস, জর্জিয়া প্লিমার, অ্যামেলিয়া কের, সোফি ডিভাইন (অধিনায়ক), ব্রুক হ্যালিডে, ম্যাডি গ্রিন, ইসাবেলা গেজ (উইকেটরক্ষক), জেস কের, লিয়া তাহুহু, ইডেন কারসন ও রোজমেরি মেয়ার।
ঢাকা/আমিনুল