ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুশফিকুরের শততম টেস্ট নিয়ে আশরাফুলের উচ্ছ্বাস

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ৬ নভেম্বর ২০২৫  
মুশফিকুরের শততম টেস্ট নিয়ে আশরাফুলের উচ্ছ্বাস

মোহাম্মদ আশরাফুলই হতে পারতেন বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। হননি। গলে ১৯০ রানে আউট হয়ে মুশফিকুর রহিমকে নিজের হাতে সুযোগটি দিয়ে আসেন। মুশফিকুর পরবর্তীতে হয়ে যান বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান।

এরপর আরো দুইটি ডাবল হাঁকিয়েছেন তিনি। সেই মুশফিকুর এবার প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে। নিজের ক‌্যারিয়ার ঠিকঠাক গোছালে আশরাফুলও হয়তো এই রেকর্ডে সবার আগে নিজের নাম তুলতে পারতেন। পারেননি। তবে যিনি পারছেন তার জন‌্য দারুণ খুশি আশরাফুল।

আরো পড়ুন:

২০০৫ সালে লর্ডসে মুশফিকুরের অভিষেক। আয়ারল‌্যান্ডের বিপক্ষে ঢাকায় দ্বিতীয় টেস্ট দিয়ে শততম টেস্ট খেলবেন তিনি। লর্ডসের ড্রেসিংরুমে মুশফিকুরের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করেছিলেন আশরাফুল। মুশফিকুরের বড় মাইলফলক ছোঁয়ার দিনে আশরাফুলও থাকবেন ড্রেসিংরুমে। সতীর্থ নয়, এবার আশরাফুল কোচের ভূমিকায়।

আয়ারল‌্যান্ড সিরিজে আশরাফুলকে ব‌্যাটিং কোচের দায়িত্ব দিয়েছে বিসিবি। মুশফিকুরের মঞ্চ ভাগাভাগি করতে পারায় উচ্ছ্বসিত আশরাফুল, ‘‘আমি নিজেকে খুব ভাগ‌্যবান মনে করছি, আল্লাহ আমাকে এমন সময়ে এই সুযোগটি করে দিয়েছেন। মুশফিকুরের অভিষেক ম‌্যাচে আমি ড্রেসিংরুমে ছিলাম লর্ডসে। এখানে ৯৯ ও ১০০তম টেস্টেও আমি থাকবো।’’

‘‘মুশফিকুর রহিম একমাত্র ক্রিকেটার যার শৃঙ্খলতা ছিল বলেই ২০ বছর ধরে খেলছেন। আমার ব‌্যক্তিগত মতামত, বাংলাদেশের সামনে এবং ভবিষ‌্যতে যারা খেলবে তারা যদি মুশফিকুরকে রোল মডেল হিসেবে ধরে এবং দেখা উচিত…সে কিভাবে এই জায়গাতে এসেছেন, শুধুমাত্র একটা কারণে শৃঙ্খলা। শৃঙ্খলা কী হতে পারে..খাবার, ঘুমানো, অনুশীলন…এই জিনিসগুলো যদি সঠিকভাবে করেন জীবনে তাহলে এই জিনিসটা সম্ভব।’’ - মুশফিকুরের প্রশংসা করে বলেন আশরাফুল।

‘‘মুশফিকুর বাংলাদেশের প্রথম ক্রিকেটার একশতম টেস্ট খেলবে এটা বিরাট গর্বের বিষয়। একটা ফরম‌্যাট নয়, তিনটিতেই সে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। খেলেছেন। বাংলাদেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরিয়ান তিনি। তিনটা ডাবল সেঞ্চুরি আছে তার। ২০১৩ সালের পর সেঞ্চুরি করলেই বোঝা যায় সে বড় বড় ইনিংস খেলে। আয়ারল‌্যান্ড সিরিজেও যদি স্টার্ট পায় তাহলে সে বড় করবে। এটাই আশা থাকবে। ভালো ফর্মেও আছে। জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় ইনিংসে হানড্রেড করেছে।’’

প্রশ্ন উঠেছিল, এমন ক্রিকেটারের জন‌্য একটি স্ট‌্যান্ড কিংবা আরো কিছু করা যেত কি না? আশরাফুল বলেছেন, ‘‘অবশ‌্যই যারা আমাদের কিংবদন্তি তাদের জন‌্য শুধু স্ট‌্যান্ড না, অনেক কিছুই করা সম্ভব।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়