ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকায় আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ৮ নভেম্বর ২০২৫  
ঢাকায় আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু

হেক্সা মিশনে ব্রাজিল। ২০০২ সালের পর থেকে এই মিশনে থাকলেও এখনও বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরতে পারেননি রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সর্বশেষ ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে।

বিশ্বকাপের ট্রফি জিতেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্কোস দ্য মরেইস কাফু। সেই বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু এবার আসছেন বাংলাদেশে।

ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ৫-১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল। এএফবি প্রোমোশনের আয়োজনে আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশের তিন দলের টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার তুলে দিতেই ১১ ডিসেম্বর সকাল ৮টায় ঢাকায় আসছেন কাফু।

তিন দেশের অনূর্ধ্ব-২০ বা ২৩ পর্যায়ের আমন্ত্রণমূলক প্রতিযোগিতা মাঠে গড়াবে ৫ ডিসেম্বর। প্রথম দিনে ব্রাজিলের বিপক্ষে খেলবে বাংলাদেশ থেকে বাছাই করা একটি দল। ৮ ডিসেম্বর স্বাগতিকদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। ১১ ডিসেম্বর শেষ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। এই টুর্নামেন্ট খেলতে ২ ডিসেম্বর ঢাকায় আসবে ব্রাজিল। একদিন পর আসার কথা আর্জেন্টিনার।

এই প্রতিযোগিতার জন্য কনদেমবলের থেকে অনুমতি নিতে হয়েছে আয়োজকদের। আর্জেন্টিনার প্রতিনিধিত্বকারী ক্লাব আতলেটিকো শারলন এবং ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অধীনে বাছাইকৃত দল।

২০২৩ সালে ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো বাংলদেশে এসেছিলেন। ২০০২ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন রোনালদিনহো।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়