ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইনিংস ও ৪৭ রানে জিতল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩১, ১৪ নভেম্বর ২০২৫   আপডেট: ১৩:১৮, ১৪ নভেম্বর ২০২৫
ইনিংস ও ৪৭ রানে জিতল বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল

:: সংক্ষিপ্ত স্কোর ::
আয়ারল‌্যান্ড ১ম ইনিংস: ২৮৬/১০ (৯২.২ ওভারে)
বাংলাদেশ ১ম ইনিংস: ৫৮৭/৮ (১৪১ ওভারে) ডিক্লে.
আয়ারল্যান্ড ২য় ইনিংস: ২৫৪/১০ (৭০.২ ওভারে)
ফল: বাংলাদেশ ইনিংস ও ৪৭ রানে জয়ী
ম্যাচসেরা: মাহমুদুল হাসান জয় (১৭১)
সিরিজ: বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে।
..................................................

ইনিংস ও ৪৭ রানে জিতল বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে জিতল বাংলাদেশ। আজ শুক্রবার (১৪ নভেম্বর) টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় সেশনের শুরুতে দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড ২৫৪ রানে অলআউট হয়। ৭০.২ ওভারের মাথায় তাইজুলের বলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ব্যারি ম্যাককার্থি। ২৭ বলে ২টি চার ও ১ ছক্কায় ২৫ রান করে তিনি উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দেন। তাতে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৮৭ করা বাংলাদেশ জয় পায় ৪৭ রানে। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে আয়ারল্যান্ড করেছিল ২৮৬ রান।
ম্যাচসেরা হন ১৭১ রানের ইনিংস খেলা বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান জয়।

আরো পড়ুন:

২৫২ রান পেরুতেই নবম উইকেট হারাল আয়ারল্যান্ড 
১৯৮ রানে অষ্টম উইকেট হারিয়েছিল আয়ারল্যান্ড। এরপর জর্ডান নীল ও ব্যারি ম্যাককার্থি আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। নবম উইকেটে তারা দুজন মাত্র ৫৬ বলে দলীয় সংগ্রহে ৫৪ রান যুক্ত করেন। তাতে আয়ারল্যান্ডের রান বেড়ে হয় ৮ উইকেটে ২৫২। কিন্তু এই রানে নীল হাসান মুরাদের চতুর্থ শিকারে পরিণত হন। মুরাদকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন নীল। ৫৩ বলে ৭টি চারে ৩৬ রান করেন তিনি। এটা ছিল মুরাদের চতুর্থ উইকেট।

বিরতি থেকে ফিরেই রানা ফেরালেন ম্যাকব্রাইনকে
৭ উইকেটে ১৯৮ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় আয়ারল্যান্ড। বিরতি থেকে ফিরেই তারা হারায় সেট ব্যাটসম্যান অ্যান্ডি ম্যাকব্রাইনকে। তার করা ৬১তম ওভারের দ্বিতীয় বলেই হাসান মুরাদের হাতে ক্যাচ দিয়ে আউট হন ম্যাকব্রাইন। ১০৬ বল খেলে ৫টি চারে ৫২ রান করে যান তিনি।

৭ উইকেটে ১৯৮ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে আয়ারল্যান্ড
৫ উইকেট হারিয়ে ৮৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। আজ শুক্রবার সেখান থেকে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল সফরকারীরা। দিনের প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহে ১১২ রান যোগ করে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে। ৬০ ওভারে ৭ উইকেটে আইরিশদের সংগ্রহ এখন ১৯৮ রান। দলীয় ১১৬ রানের মাথায় ম্যাথু হামফ্রিজ ও ১৮২ রানের মাথায় আউট হন বালবির্নি। অ্যান্ডি ম্যাকব্রাইন ৫২ ও জর্ডান নীল ৬ রানে অপরাজিত আছেন।

মুরাদ ভাঙলেন ম্যাকব্রাইক-বালবিরনির প্রতিরোধ গড়া জুটি
সপ্তম উইকেটে প্রতিরোধ গড়েছিলেন ম্যাকব্রাইন ও বালবিরনি। ১৯.৪ ওভার অবিচ্ছিন্ন থেকে তারা তুলেছিলেন ৬৬ রান। একাধিকবার রিভিউ নিয়েও তাদের আউট করা যায়নি। অবশেষে ৫৪তম ওভারের পঞ্চম বলে হাসান মুরাদ বালবিরনিকে এলবিডব্লিউ করে ভাঙেন এই জুটি। বালবিরনি ৬৩ বল খেলে ৫টি চারে ৩৮ রানে লড়াকু ইনিংস খেলে যান।

সপ্তম উইকেটে ম্যাকব্রাইক-বালবিরনির প্রতিরোধ
চতুর্থ দিনে ১১৬ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারায় আয়ারল্যান্ড। এরপর জুটি বাঁধেন অ্যান্ডি ম্যাকব্রাইন ও অ্যান্ডি বালবিরনি। সপ্তম উইকেট জুটিতে তারা দুজন ইতোমধ্যে দলীয় সংগ্রহে ৬৬ রান যোগ করেছে ১৯ ওভারে। তাতে আয়ারল্যান্ডের দলীয় সংগ্রহ বেড়ে হয়েছে ১৮২। ৫৩ ওভার শেষে ম্যাকব্রাইন ৪৩ ও বালবিরনি ৩৮ রানে ব্যাট করছেন। বাংলাদেশের চেয়ে তারা এখনো ১১৯ রানে পিছিয়ে আছে।

মিরাজের বল সুইপ করতে গিয়ে বল মিস করেন ম‌্যাকব্রাইন।

বল তার প‌্যাডে আঘাত করে। বাংলাদেশের আবেদনে সাড়া দেন আম্পায়ার। কিন্তু রিভিউ নেন ম‌্যাকব্রাইন। তাতে বেঁচেও যান। বল ঠিকঠাক লাইনে থাকলেও স্টাম্পের ওপর দিয়ে বেরিয়ে যেত। 

পরের বলে আবার আবেদন। এবারও আঙুল তোলেন আম্পায়ার। আবারও রিভিউ নেন ম‌্যাকব্রাইন। মিরাজের আর্ম বল ফরোয়ার্ড ডিফেন্স করেছিলেন বাঁহাতি ব‌্যাটসম‌্যান। বল তার ব‌্যাটে আঘাত করে প‌্যাডে পৌঁছায়। কিন্তু আম্পায়ার মিরাজের আবেদনে সাড়া দিয়ে তাকে আউট দিয়েছিলেন। পরপর দুই বলে দুই রিভিউ নিয়ে বেঁচে যান এই ম‌্যাকব্রাইন। 

৬ উইকেটে আয়ারল‌্যান্ডের রান ১৫১। দিনের শুরুতে উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ার চেষ্টায় আছেন ম‌্যাকব্রাইন ও বালবারর্নি।  

উইকেট এনে দিলেন তাইজুল

দিনের শুরুতেই তাইজুলের হাত ধরে সাফল‌্য পেল বাংলাদেশ। বাঁহাতি স্পিনার ফিরিয়েছেন ম্যাথু হামফ্রিজকে। স্লগ সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে শর্ট ব‌্যাকওয়ার্ড স্কয়ার লেগে সাদমানের হাতে ক‌্যাচ দেন হামফ্রিজ। ১৮ বলে ১৬ রান করেন বল হাতে ৫ উইকেট নেওয়া এই ক্রিকেটার। 

বাংলাদেশের জয়ের জন‌্য প্রয়োজন ৪ উইকেট। 

দিনের শুরুতেই ক‌্যাচ মিস

প্রথম ইনিংসে ৫ ক‌্যাচ হাতছাড়া করেছিল দল। দ্বিতীয় ইনিংসে ঠিকঠাক ছিল পারফরম‌্যান্স। তবে চতুর্থ দিনের সকালেই অধিনায়ক নাজমুল হোসেনের হাত ফসকে বল বেরিয়ে গেল।  

মেহেদী হাসান মিরাজের বলে ক‍্যাচ দিয়েও বেঁচে যান অ‍্যান্ডি ম‍্যাকব্রাইন। বাঁহাতি ব‍্যাটসম‍্যানের ব‍্যাটের বাইরের কানা লেগে বল লিটনের পা ছুঁয়ে যায় নাজমুলের গলার কাছাকাছি। রিফ্লেক্স ক‌্যাচ ঠিকঠাক তালুবন্দি করতে পারেননি নাজমুল। ব‌্যথা পাওয়ায় ফিজিও এসে তার চিকিৎসা করেন। 

ইনিংস ব‍্যবধানে জয়ের হাতছানি

আয়ারল‌্যান্ডের হাতে আছে ৫ উইকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইনিংস ব‌্যবধানে হার এড়াতে তাদের করতে হবে আরো ২১৫ রান। ৩০১ রানে পিছিয়ে থেকে ব‌্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে বিপর্যয়ে পড়ে আয়ারল‌্যান্ড। গতকাল তৃতীয় দিন শেষে তাদের রান ৫ উইকেটে ৮৬। 

উইকেটে বল যেভাবে টার্ন করছে এবং বাংলাদেশের বোলাররা যেই ফর্মে আছে তাতে বড়জোর দ্বিতীয় সেশন পর্যন্ত খেলা গড়াতে পারে। তবে আয়ারল‌্যান্ডের অসাধারণ কোনো পারফরম‌্যান্স বাংলাদেশকে জবাব দিলে দিতেও পারে। সেজন‌্য পাড়ি দিতে হবে লম্বা পথ। 

ম‌্যাচের ভাগ‌্য, নাটাই বাংলাদেশের হাতেই। আজ শুক্রবার চতুর্থ দিন তারা কেমন করে সেটাই দেখার।

ইনিংস ব‌্যবধানে জয়ের রেকর্ড কেমন বাংলাদেশের?

১৫৪ টেস্টে বাংলাদেশের জয় ২৩টি। এই ২৩ জয়ের ৩টি বাংলাদেশ পেয়েছে ইনিংস ব্যবধানে। সবচেয়ে বড় জয়টি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মিরপুরে ২০১৮ সালে ক‌্যারিবিয়ানদের ইনিংস ও ১৮৪ রানে হারিয়েছিল বাংলাদেশ। ২০২০ সালে একই ভেনু‌্যতে জিম্বাবুয়েকে হারিয়েছিল ইনিংস ও ১০৬ রানে। ৫ বছর পর একই ব‌্যবধানে জিম্বাবুয়েকে চট্টগ্রামে হারায় বাংলাদেশ। এবার কী আয়ারল‌্যান্ডের অপেক্ষা?

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়