ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথমে ভূমিকম্প বুঝতে পারিনি, পরে আতঙ্ক কাজ করেছে: তাইজুল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৭, ২১ নভেম্বর ২০২৫   আপডেট: ১৮:৪১, ২১ নভেম্বর ২০২৫
প্রথমে ভূমিকম্প বুঝতে পারিনি, পরে আতঙ্ক কাজ করেছে: তাইজুল

রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্প নাড়িয়ে দিয়ে গেছে পুরো বাংলাদেশ। শুক্রবার সকালে এই ভূমিকম্পের কারণে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের খেলা পৌন চার মিনিটের মতো বন্ধ ছিল।

মাঠের ভেতরে থাকা খেলোয়াড়রা শুরুতে বুঝতে পারেননি। পরে বুঝতে পেরেই নিরাপদ স্থানে দাঁড়িয়ে যান। এছাড়া ড্রেসিংরুমে থাকা খেলোয়াড়রা দ্রুত বেরিয়ে এসে ডাগ আউটে দাঁড়িয়ে থাকেন। মুহূর্তেই অনাকাঙ্খিত এক ঘটনার মুখোমুখি ঢাকা টেস্ট। বাংলাদেশের অফস্পিনার মিরাজ তখন বোলিংয়ের প্রস্তুতির নিচ্ছিলেন। তখনই ভূমিকম্প কাঁপিয়ে দেয় গোটা স্টেডিয়াম।

আরো পড়ুন:

দিনশেষ সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম ভূমিকম্পের অভিজ্ঞতা বর্ণনা করেছেন, ‘‘প্রথমে বুঝি নাই (ভূমিকম্প হচ্ছে)। কিন্তু একটা সময় মিডিয়া বক্স এবং যে যে জায়গাগুলোতে কাচ ছিল ওখান থেকে শব্দ এসেছে। তারপরে শারীরিকভাবেও অনুভব করেছি। ওই সময়ে একটু আতঙ্ক কাজ করেছে।’’

মিরপুরের প্রেসবক্সে চলে ছোটাছুটি। ভয়ংকর ঝাঁকুনিতে কাঁপতে থাকল চেয়ার-টেবিল। ধারাভাষ‌্য কক্ষ থাকা ধারাভাষ‌্যকাররাও বেরিয়ে আসেন। সংবাদ কর্মী ও ধারাভাষ‌্যকাররা সিঁড়ি দিয়ে বেরিয়ে ছুটে যান মিডিয়া ভবনের সামনে। আম্পায়াররা তাৎক্ষণিক খেলা বন্ধ করে দিয়েছিলেন। প্রায় পৌনে চার মিনিটের মতো খেলা বন্ধ রাখেন অফিসিয়ালরা। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে মিরাজ আবার খেলা বোলিং শুরু করেন।

আয়ারল‌্যান্ডের কোচ হাইনরিখ মালানের চিন্তায় তখন অনেক কিছু খেলা করেছে। সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছেন, ‘‘এটা কখনোই ভালো অনুভূতি না। বোঝার চেষ্টা করেছি আমাদের সামনে ওই সময়ে কী হচ্ছে। একই সঙ্গে ভূমিকম্পের বড় প্রভাবের কথাও ভাবনায় এসেছে। আশা করি খুব বাজে কিছু হয় না।’’

দিনের শেষ পর্যন্ত মিরপুর স্টেডিয়ামে কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়