চতুর্থ দিনেই ৮ উইকেটের জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া
এবারের অ্যাশেজ সিরিজে যেন তাল পাচ্ছে না ইংল্যান্ড। প্রথম টেস্ট তারা হেরেছিল মাত্র দুইদিনে। দ্বিতীয় টেস্টে লড়াইটা নিতে পারল চতুর্থ দিনে। আজ রবিবার ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে তারা হার মেনেছে ৮ উইকেটে। আর এই জয়ে অ্যাশেজ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা।
ইংল্যান্ড আগে ব্যাট করতে নেমে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৩৪ রান করে। জবাবে ব্যাটসম্যানদের সমন্বিত পারফরম্যান্সে ৫১১ রানের বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। এরপর ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৭৫.২ ওভারে ২৪১ রানে আউট হলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ৬৫ রান। সেই রান তাড়া করতে নেমে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৯ রান তুলে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
৩৭ রানের মাথায় ট্র্যাভিস হেড (২২) ও ৪১ রানের মাথায় মার্নাস ল্যাবুশেন (৩) আউট হওয়ার পর ঝড় তোলেন স্টিভেন স্মিথ। তিনি মাত্র ৯ বলে ২ চার ও ২ ছক্কায় অপরাজিত ২৩ রানের ইনিংস খেলে জয় নিশ্চিত করেন। তার সঙ্গে জ্যাক ওয়েদারাল্ড ১৭ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার দুটি উইকেটই নেন গাস অ্যাটকিনসন।
ঢাকা/আমিনুল