ফেরার আগে তাসকিন-মোস্তাফিজুরের ঝুলিতে উইকেট
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ
দুবাইয়ে আইএল টি-টোয়েন্টিতে নিজেদের শেষ ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। বুধবার দুবাইয়ে বাংলাদেশের দুই তারকা মুখোমুখি হয়েছিলেন নিজ দলের হয়ে। ম্যাচে শেষ হাসিটা হাসতে পেরেছেন দুবাই ক্যাপিটালসের মোস্তাফিজুর। তারা ৬ উইকেটে হারিয়েছে তাসকিনদের শারজাহ ওয়ারিয়র্সকে।
বিপিএলে অংশ নিতে তাসকিন ও মোস্তাফিজুর এখন ঢাকার পথে। নিজেদের শেষ ম্যাচে দুই বোলারই পেয়েছেন উইকেটের স্বাদ। জয় পাওয়া ম্যাচে মোস্তাফিজুর ছিলেন মিতব্যয়ী। তাসকিন ছিলেন আঁটসাঁট। বাঁহাতি পেসার মোস্তাফিজুর ৪ ওভারে ২৭ রানে ১ উইকেট নেন। শারজাহ ওয়ারিয়র্সের অন্যতম সেরা ব্যাটসম্যান সিকান্দার রাজাকে আউট করেন তিনি।
এবারের লিগে মোস্তাফিজুর ছিলেন দুর্দান্ত। ফেরার আগে তার ঝুলিতে রয়েছে ১৫ উইকেট। টুর্নামেন্টে এখন পর্যন্ত যা দ্বিতীয় সর্বোচ্চ। ৮ ম্যাচে ১৫.৫৩ গড় ও ৮.০৮ ইকোনমিতে এই সাফল্য পেয়েছেন তিনি।
তাসকিন একেবারে খারাপ করেননি। ৬ ম্যাচে তার শিকার ৯ উইকেট। শেষ ম্যাচে গতকাল ৩.১ ওভারে ২৯ রানে ১ উইকেট পেয়েছেন। আউট করেন লুইস ডু পুলিওকে। ২২.৫৫ গড় ও ৮.৭৬ ইকোনমিতে লিগে বোলিং করেছেন দ্রুতগতির এই বোলার।
বিপিএলে দুজন খেলবেন দুই ঠিকানায়। সরাসরি সাইনে তাসকিনকে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। রংপুর রাইডার্সে খেলবেন মোস্তাফিজুর।
ঢাকা/ইয়াসিন