ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারুণ্যের জোয়ারে নামিবিয়ার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ৪ জানুয়ারি ২০২৬  
তারুণ্যের জোয়ারে নামিবিয়ার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞতার চেয়ে শক্তির ওপরই বেশি ভরসা রাখল নামিবিয়া। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াইয়ে নামার জন্য ১৫ সদস্যের যে দল ঘোষণা করেছে দেশটি। তাতে স্পষ্ট প্রাধান্য পেয়েছে তরুণ তুর্কিরা। ‘ঈগল’দের এই অভিযানে সেনাপতির দায়িত্ব পালন করবেন দলের নির্ভরযোগ্য তারকা গেরহার্ড এরাসমাস।

গ্যারি কার্স্টেন ফ্যাক্টর: নেপথ্যের কারিগর
নামিবিয়ার এবারের বিশ্বকাপ মিশনের সবচেয়ে বড় আকর্ষণ মাঠের বাইরে। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি কোচ এবং বিশ্বকাপজয়ী গ্যারি কার্স্টেনকে ডিসেম্বরের শুরুতে কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির বোর্ড। কার্স্টেনের ক্ষুরধার মস্তিষ্ক আর কৌশলগত পরিকল্পনাই এই অনভিজ্ঞ দলটিকে বিশ্বমঞ্চে বড় কোনো অঘটন ঘটানোর স্বপ্ন দেখাচ্ছে।

আরো পড়ুন:

ঝুঁকি নাকি সাহসিকতা?
ঘোষিত স্কোয়াডে এমন পাঁচজন ক্রিকেটার জায়গা পেয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে যাদের অভিজ্ঞতা ১০টি ম্যাচের গণ্ডিও পেরোয়নি। তবে এই তরুণদের সামলাতে পাশে থাকছেন জে জে স্মিট, জান ফ্রাইলিঙ্ক এবং অভিজ্ঞ স্পিনার বার্নার্ড স্কল্টজের মতো পরীক্ষিত ক্রিকেটাররা।

পেস ইউনিটে মূল আকর্ষণ ২০ বছর বয়সী জ্যাক ব্রাসেল, যাকে সঙ্গ দেবেন বেন শিকোঙ্গো। আর ব্যাটিংয়ের হাল ধরবেন লোরেন স্টিনক্যাম্প ও উইলেম মাইবার্গের মতো প্রতিশ্রুতিশীল ব্যাটাররা।

মৃত্যুকূপে নামিবিয়া: সামনে কঠিন পরীক্ষা
বিশ্বকাপের মঞ্চে নামিবিয়ার পথটা মোটেও মসৃণ হবে না। তারা খেলবে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী গ্রুপে। সেখানে তাদের মোকাবিলা করতে হবে স্বাগতিক ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র।

নামিবিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জেইন গ্রিন (উইকেটকিপার), বার্নার্ড স্কল্টজ, রুবেন ট্রাম্পেলম্যান, জে জে স্মিট, জান ফ্রাইলিঙ্ক, লোরেন স্টিনক্যাম্প, মলান ক্রুগার, জান নিকল লফটি–ইটন, জ্যাক ব্রাসেল, বেন শিকোঙ্গো, জান বাল্ট, ডিলান লাইচর, উইলেম মাইবার্গ ও ম্যাক্স হেইঙ্গো।

রিজার্ভ: আলেক্সান্ডার বুসিং-ভলসচেঙ্ক। 

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়