ঢাকা     সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরানো ও আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধ আসিফ নজরুলের

ক্রীড়া প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩০, ৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৮:৩১, ৪ জানুয়ারি ২০২৬
ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরানো ও আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধ আসিফ নজরুলের

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান

নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে চিঠি দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিসিবি আজকেই এই চিঠি আইসিসিকে পাঠাবে বলে নিশ্চিত হওয়া গেছে।  

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে ভারতের ক্রিকেট বোর্ডের সমালোচনাও করেছেন ক্রীড়া উপদেষ্টা। বিসিসিআই-এর নির্দেশে রাজনৈতিক কারণে মোস্তাফিজুরকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনার পর আগামী ফেব্রুয়ারিতে ভারতে হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহলে।

আরো পড়ুন:

ক্রীড়া উপদেষ্টা সরাসরিই জানিয়ে দিলেন, আইসিসিকে বিশ্বকাপের বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করতে।  

নিজের ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’’

‘‘ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারেনা। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।”- যোগ করেন তিনি।

এছাড়া আইপিএলের ম্যাচ বাংলাদেশে সম্প্রচার বন্ধের কথাও বলেছেন ক্রীড়া উপদেষ্টা, ‘‘আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়!  আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামীর দিন শেষ।’’

গত মাসে নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুরকে দলে নেয় কলকাতা। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে যা আইপিএলে রেকর্ড পারিশ্রমিক। কিন্তু তার আইপিএলে খেলতে দেওয়া নিয়েও নানা বিতর্ক চলছিল।

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের নানা অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কিছু অংশ, ধর্মীয় কিছু সংগঠন ও ধর্মীয় গুরুদের কয়েকজন প্রশ্ন তুলছিলেন মোস্তাফিজুরের আইপিএলে অংশগ্রহণ নিয়ে। কিছু সংগঠন ও নেতাদের কেউ কেউ হুমকিও দিয়েছেন ভারতীয় বোর্ড ও কলকাতা ম্যানেজমেন্টকে। এসব ঘটনার প্রেক্ষিতে মোস্তাফিজুরকে বাদ দেওয়া হয়েছে।

বিশ্বকাপে বাংলাদেশের চার ম্যাচের তিনটিই কলকাতায়। আরেকটি মুম্বাইয়ে। কলকাতায় বাংলাদেশ তিনটি ম্যাচ খেলবে যথাক্রমে ৭, ৯ ও ১৪ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ড। ১৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে ওয়াংখেড়েতে। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে উঠতে পারলে বাংলাদেশের সফর বাড়বে। নয়তো ভারতেই শেষ হবে মিশন।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়