আইসিসির সঙ্গে যোগাযোগ নিয়ে বিসিবির বিবৃতি
ভার্চুয়াল কলে মঙ্গলবার রাতে ইন্টারন্যশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে যোগাযোগ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) । নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফর করতে না চাওয়ার ইসু্যতে আইসিসি ও বিসিবি সভা হয়।
সভায় কী আলোচনা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানের লক্ষ্যে আইসিসি নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে এবং আশ্বস্ত করেছে যে টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা–পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে এবং যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’’
ভারতে বিশ্বকাপ খেলতে নিজেদের না যাওয়ার সিদ্ধান্ত রোববার চিঠিতে আইসিসিকে জানায় বিসিবি। দুইটি চিঠি দেওয়া হয়েছিল আইসিসিকে। প্রথমটিতে ভারতের নিরাপত্তা পরিকল্পনা জানতে চেয়ে। পরেরটিতে বিশ্বকাপের ভেনু্য ভারত থেকে সরিয়ে নিতে।
উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকে বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সামনে আসে। যেখানে একজন ক্রিকেটারকে ভারত নিরাপত্তা দিতে পারবে না, সেখানে পুরো দল কিভাবে নিরাপদ থাকবে সেই প্রশ্ন উঠতে শুরু করে। মূলত এ কারণেই আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি দেয় বিসিবি।
এদিকে গতকাল রাতে ইএসপিএন ক্রিকইনফো-তে একটি খবর প্রকাশিত হয়, যেখানে জানানো হয়, আইসিসি বাংলাদেশের ভেনু্য সরানোর আবেদন প্রত্যাখ্যান করেছে এবং বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে ভারতেই খেলতে হবে। ক্রিকইনফোর খবরকে
সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য বলছে বিসিবি, ‘‘বোর্ড কিছু প্রতিবেদনের দিকেও নজর দিয়েছে, যেখানে বলা হয়েছে যে বোর্ডকে এই বিষয়ে একটি আল্টিমেটাম দেওয়া হয়েছে। বিসিবি স্পষ্টভাবে বলেছে যে এই ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা ধরনের সঙ্গে এ ধরনের খবরের কোনো মিল নেই। ’’
বিসিবির ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে বিসিবি যোগ করে, ‘‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের নিরাপত্তা এবং খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে তাদের অবস্থানে অটল রয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সফল ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিসিবি আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক উপায়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে, যাতে একটি সন্তোষজনক ও বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করা সম্ভব হয়।’’
ঢাকা/ইয়াসিন