মেইডেন সেঞ্চুরিতে পাকিস্তানকে টানলেন শাকিল
দ্বিতীয় করাচি টেস্টে নিউ জিল্যান্ডের করা ৪৪৯ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ৪০৭ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে পাকিস্তান। সফরকারীদের চেয়ে এখনো তারা ৪২ রানে পিছিয়ে আছে। ক্রিজে আছেন মেইডেন সেঞ্চুরিয়ান সৌদ শাকিল ও আবরার আহমেদ। তারা দুজন আগামীকাল বৃহস্পতিবার সকালে চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন।
৩ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল পাকিস্তান। শাকিল ১৩ রান নিয়ে অপরাজিত ছিলেন। তার সঙ্গে ৭৪ রান নিয়ে অপরাজিত ছিলেন ইমাম-উল-হক। আজ বুধবার তৃতীয় দিনে ১৮২ রানের মাথায় আউট হন ইমাম-উল। টিম সাউদির বলে উইকেটের পেছনে ব্লানডেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ১০টি চার ও ১ ছক্কায় ৮৩ রান করে যান ইমাম-উল।
সেখান থেকে শাকিল ও সরফরাজ আহমেদ পঞ্চম উইকেটে ২৩৮ বলে ১৫০ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহকে ৩৩২ পর্যন্ত নিয়ে যান। এ যাত্রায় ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন শাকিল। ২৪০ বলে ১৪টি চারে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন তিনি।
অবশ্য দলীয় ৩৩২ রানের মাথায় ড্যারিল মিচেলের বলে স্ট্যাম্পড হন সরফরাজ। ১০ চারে তিনি ৭৮ রান করে যান। এরপর শাকিল ও আগা সালমান চেষ্টা চালান। দলীয় ৩৮৫ রানের মাথায় সালমান ফিরেন প্যাটেলের শিকার হয়ে। ৭ চারে ৪১ রান আসে তার ব্যাট থেকে।
এরপর ৩৯৩ রানে হাসান আলী (৪), ৩৯৭ নাসিম শাহ (৪), একই রানে মীর হামজা (০) ফিরেন। এরপর শেষ উইকেটে শাকিল ও আবরার দিন শেষ করে আসেন। শাকিল ৩৩৬ বলে ১৭ চারে ১২৪ রানে অপরাজিত আছেন। আববার ৯ বল খেলে এখনো রানের খাতা খুলতে পারেননি।
ঢাকা/আমিনুল