ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

স্বাস্থ্য সুরক্ষায় ডিজিটাল লেনদেনের পরামর্শ

নুরুজ্জামান তানিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫৪, ২৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
স্বাস্থ্য সুরক্ষায় ডিজিটাল লেনদেনের পরামর্শ

করোনা পরিস্থিতিতে আগামী রোববার (৩১ মে) থেকে উভয় স্টক এক্সচেঞ্জের পুঁজিবাজারে লেনদেন চালু হতে যাচ্ছে। এ পরিস্থিতিতে লেনদেনের ক্ষেত্রে বিনিয়োগকারীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে ডিজিটাল পদ্ধতি অবলম্বনের আহ্বান জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২৮ মে) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে করোনা পরিস্থিতিতে লেনদেন চালু করার জন্য অনুমতি দিয়েছে। এরই ধারাবাহিকতায় ৩১ মে থেকে লেনদেন চালু করার সিদ্ধান্ত নেয় উভয় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

বাজার সংশ্লিষ্টরা জানান, সরকার সাধারণ ছুটি না বাড়ানোয় এবং বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্টদের স্বার্থ রক্ষার্থে দ্রুত লেনদেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর অফিসের কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে বিনিয়োগকারীদেরকে নিজেদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মোবাইল ফোন, ইমেইল, অনলাইন ও অ্যপভিত্তিক লেনদেনের করার বিষয়ে পরামর্শ দিয়েছেন তারা।

এ বিষয়ে পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহাম্মেদ রাইজিংবিডিকে বলেন, ‘মার্কেটে উত্থান-পতন থাকবেই, এটা মার্কেট এর একটা অংশ। তবে করোনা পরিস্থিতিতে বিনিয়োগকারীদের ধৈর্য ধরে বিনিয়োগ করতে হবে। পরিস্থিতিতে হঠাৎ করেই বাজার ভালো হবে না, একটু সময় দিতে হবে। পাশাপাশি সব পক্ষকে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।’

ডিএসইর পরিচালক রকিবুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘বিনিয়োগকারীদের স্বাস্থ্য সুরক্ষা তাদের নিজেদের কাছে। তাদের নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিজেদেরকে করতে হবে। আমি বিনিয়োগকারীদের আহ্বান জানাব, তারা যেন বাসায় বসে মেসেজ, ইমেইল, ফোনের মাধ্যমে ডিজিটাল লেনদেন করেন। এটা বিনিয়োগকারীর দায়িত্ব।’

ডিএসইর অপর পরিচালক শাকিল রিজভী বলেন, ‘জীবনটা আগে, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে লেনদেন করতে হবে। সরকারের স্বাস্থ্য বিধি মেনে ব্রোকার হাউজগুলো অফিস পরিচালনা করবে। তারা বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে যাতে করে বিনিয়োগকারীদের মেসেজ, ইমেইল বা ফোনের খুব স্বল্প সময়ে ব্যবস্থা গ্রহণ করতে পারে।’ বিনিয়োগকারীদেরকে দলে দলে ব্রোকার হাউসগুলোতে ভিড় না জমানোর আহ্বান জানান তিনি। l

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি সাইদুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘বাজার চালু হলে আমাদের সবাইকে অবশ্যই প্রথমে স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। কারণ স্বাস্থ্য সুরক্ষা প্রথমে আমার এবং পরিবারের জন্য এরপরে আমাদের চারপাশের পরিবেশের জন্য। বাজার অনেকদিন পরে খোলার কারণে পরিস্থিতি বুঝে বিনিয়োগকারীদেরকে বিনিয়োগ করতে হবে। আগে বাজারের গতিবিধি বুঝতে হবে তারপর সিদ্ধান্ত নিতে হবে।’

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সহসভাপতি কাজী আব্দুর রাজ্জাক রাইজংবিডিকে বলেন, ‘অপ্রত্যাশিত করোনা ঝুঁকির কথা বিবেচনা করে সব বিনিয়োগকারীদের নিরাপত্তার সঙ্গে মুখে মাস্ক, হাতে গ্লাভস পড়ে হাউজে যাওয়া উচিত। সবচেয়ে উত্তম মোবাইলে বা অনলাইনে লেনদেন করা। আ বুঝে-শুনে, দীর্ঘমেয়াদে বিনিয়োগ করাই এই সময়ের জন্য ভালো।’


ঢাকা/এনটি/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়