ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘মেসি কখনোই বার্সা ছাড়বে না’

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ৩ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মেসি কখনোই বার্সা ছাড়বে না’

লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক : কথাটা তিনি আগেও বলেছেন। সেটিই আরো একবার বললেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। তিনি মনে করেন, লিওনেল মেসি কখনোই বার্সেলোনা ছাড়বেন না।

গত বুধবার নিজের আরেকটি মাস্টারক্লাস প্রদর্শন করেছেন মেসি। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টাইন তারকা করেন জোড়া গোল। দ্বিতীয় গোলটা করেন অসাধারণ এক ফ্রি কিকে। আর ওই গোলে

বার্সার সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ আছে আরো দুই বছর। বার্সা সভাপতি বার্তোমেউ জানিয়েছেন, মেসিকে ছাড়া বাঁচার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তারা। তবে তিনি মনে করেন, মেসির অবসর নিতে এখনো অনেক দেরি।

‘দ্য গার্ডিয়ান’কে বার্তোমেউ বলেছেন, ‘সে হয়তো ৪৫ বছর বয়স পর্যন্ত খেলতে পারে, কে জানে? আমরা জানি, সে আরো তিন, চার কিংবা পাঁচ বছর খেলবে। আমরা জানি না ঠিক কতদিন- যতদিন সে চাইবে।’

‘আমরা প্রস্তুতি নিচ্ছি। ডেম্বেলে, লেংলেট, আর্থারের মতো খেলোয়াড় এখানে একটি দল গড়ার জন্য আছে, যখন মেসি খেলা ছেড়ে দেবে। তবে আমার মনে হয় না সেই দিনটা খুব নিকটে আছে, তা অনেক দূরেই।’

বার্সা সভাপতির বিশ্বাস, মেসি ‘ওয়ান-ক্লাব ম্যান’ হিসেবেই থাকবেন, ‘আমরা ওর পরিবারের সঙ্গে কথা বলছি, কিন্তু এটা এখনই বলাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। সে একজন ফুটবলার, আমরা তাই ফুটবল নিয়েই কথা বলব। তবে সে এখানে থাকবে। আমি সব সময় পেলের কথা বলে থাকে, যিনি সব সময় সান্তোসে ছিলেন, সেটায় একমাত্র জায়গা যেখানে তিনি খেলেছেন।’

‘লিও বিশ্ব ফুটবলের অংশ। তবে সে সব সময় বার্সাতেই আছে। সে হবে ওয়ান-ক্লাব ম্যান। সে কখনোই বার্সা ছাড়বে না। সে খেলা ছাড়বে, তবে সব সময় সে আমাদের সঙ্গেই থাকবে’- বলেন বার্তোমেউ।




রাইজিংবিডি/ঢাকা/৩ মে ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়