ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অ্যাশেজে ইংল্যান্ডের বোলিং কোচ বন্ড

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ২৭ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অ্যাশেজে ইংল্যান্ডের বোলিং কোচ বন্ড

ক্রীড়া ডেস্ক:  অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ইংল্যান্ড দলের বোলিং কোচ করা হয়েছে নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার শেন বন্ডকে।

অস্ট্রেলিয়া সফরে অ্যাশেজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। শেন বন্ডের সঙ্গে কোচিং স্টাফে টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার পল কলিংউডকে।
স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ নভেম্বর থেকে ব্রিসবেনে শুরু হবে অ্যাশেজের প্রথম টেস্ট। যেখানে ২ ডিসেম্বরে অ্যাডিলেইডে দিবা-রাত্রির দ্বিতীয় টেস্ট শুরু হবে।

সম্প্রতি ওটিস গিবসন ইংল্যান্ডের বোলিং কোচের পদ ছেড়ে দিলে জায়গাটি শূন্য হয়ে পড়ে। গিবসন বর্তমানে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন।

কিউই প্রাক্তন ক্রিকেটার বন্ড বর্তমানে নিউজিল্যান্ড ‘এ’ টিমের হেড কোচ হিসেবে ভারত সফরে রয়েছেন। এর আগে নিউজিল্যান্ডের বোলিং কোচ ছিলেন তিনি। চলতি বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও বিগত কয়েক বছর বিগ ব্যাশে ব্রিসবেন হিটে কোচের ভূমিকায় দেখা গেছে তাকে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/ ২৭ সেপ্টেম্বর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়