ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ওয়েলসের স্বপ্ন গুঁড়িয়ে প্লে-অফে আয়ারল্যান্ড

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১১, ১০ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়েলসের স্বপ্ন গুঁড়িয়ে প্লে-অফে আয়ারল্যান্ড

আয়ারল্যান্ডের জয়ের নায়ক জেমস ম্যাকলিন

ক্রীড়া ডেস্ক : ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলা হচ্ছে না ওয়েলসের। গ্যারেথ বেলের দেশের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বকাপের প্লে-অফ নিশ্চিত করেছে রিপাবলিক অব আয়ারল্যান্ড।

সোমবার রাতে বাছাইপর্বের শেষ ম্যাচে ঘরের মাঠে আয়ারল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছে ওয়েলস। ১৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের রানার্সআপ হয়েছে আয়ারল্যান্ড। আরেক ম্যাচে জর্জিয়াকে ১-০ গোলে হারিয়ে এই গ্রুপ থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে সার্বিয়া। তাদের পয়েন্ট ২১। ওয়েলসের ১৭ পয়েন্ট।


চোটের কারণে ওয়েলসের শেষ দুই ম্যাচেই খেলতে পারেননি রিয়াল মাদ্রিদ তারকা বেল। তাকে ছাড়া আগের ম্যাচ জিতলেও শেষ ম্যাচে আর পারল না ওয়েলস। এক সময় বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার বেলকে দলের হার দেখতে হয়েছে কার্ডিফের ভিআইপি বক্সে বসে। ম্যাচের ৫৭ মিনিটে একমাত্র গোলটা করে আয়ারল্যান্ডের জয়ের নায়ক জেমস ম্যাকলিন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়