ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শহরের সড়কে সাগরের ঢেউ (ভিডিও)

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ২৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শহরের সড়কে সাগরের ঢেউ (ভিডিও)

আরিফ সাওন : ঢেউ দেখতে আর সৈকতে যেতে হবে না, রাজধানী ঢাকাতেই দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ। টানা বৃষ্টিতে সড়ক ও ফুটপাত তলিয়ে গেছে। থই থই করছে পানি। যখন পানি ঠেলে গাড়ি আসছে, তখন সড়কের দুই পাশে ঢেউ আছড়ে পড়ছে।

রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিল। সবসময়ই থাকে ব্যস্ততার ছাপ। ব্যাংক পাড়া হিসেবেও পরিচিত এই মতিঝিল। বুধবার সেই মতিঝিলকে দেখা গেছে ভিন্ন রূপে। ব্যস্ততা আছে। তবে সেই ব্যস্ততা পানি ঠেলে যানবাহন আর মানুষের ছুটে চলার।

দৈনিক বাংলা মোড় থেকে মতিঝিল শাপলা চত্বরের দিকে যাচ্ছিলেন কয়েকজন। তাদের মধ্যে একজন বলেন, ‘সড়কে যানবাহন চলাচল করছে। এগুলো না থাকলে মনে হতো উঁচু উঁচু ভবনের মাঝ দিয়ে বয়ে গেছে নদী।’

রাজধানীর মতিঝিল ঘুরে দেখা গেছে, সড়কের কোথাও হাঁটু পানি, কোথাও আরো বেশি। কোথাও দোকান, অফিসের ভেতরে পানি। কোনো কোনো যানবাহনের ভেতরেও পানি উঠেছে। সড়কের পাশে কোথাও কোথাও বেকার দাঁড়িয়ে আছে অনেক যানবাহন। অন্য দিনে এসব যানবাহনে থাকে যাত্রীদের উপচে পড়া ভিড়। কোনো কোনো প্রতিষ্ঠানের চাকরিজীবীরা গাড়িতে উঠতে ব্যবহার করছেন কাঠ দিয়ে তৈরি মই। তবে গন্তব্যে যাওয়ার জন্য আজ যানবাহনের ওপর ভরসা নেই অনেকেরই। অনেকে অতিরিক্ত টাকা দিয়ে রিকশা করে যাচ্ছেন।

অল্প সংখ্যক বাস আর প্রাইভেট কার চলতে দেখা গেছে মতিঝিল এলাকায়। তারেক নামের এক পথচারী বলেন, ‘যখন বাস আর প্রাইভেট কারগুলো সড়কের পানি ঠেলে আসছে, তখন সড়কের ওপরে দাঁড়িয়ে থাকাই দায়। স্রোত ঠেলে নিয়ে যায়। দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হয়। বেশি ভোগান্তি হচ্ছে নারীদের।’

 



আরেক পথচারী বলেন, ‘পানির মধ্যে হাঁটতে খুব কষ্ট হয়। একটু পথ যেতে অনেক সময় লাগে। কেউ কেউ হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছেন। আর যখন গাড়ি আসে তখন ঢেউয়ে পোশাক ভিজে যায়।’

এ প্রতিবেদকের সঙ্গে হাঁটতে হাঁটতে এই পথচারী বলেন, ‘ঢেউ দেখতে আর টাকা খরচ করে কক্সবাজার যাওয়ার দরকার নেই। আমার কষ্ট হলেও শহরের সড়কের এই ঢেউ আমি খুব উপভোগ করছি।’

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের মেয়র সাঈদ খোকন দুপুরে জানিয়েছিলেন, তাদের লোকজন কাজ করছে। বৃষ্টি থামার তিন থেকে চার ঘণ্টার মধ্যে পানি নেমে যাবে। কিন্তু সন্ধ্যায়ও অনেক জায়গায় জলাবদ্ধতা কাটেনি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানী ঢাকায় ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ভিডিও :







রাইজিংবিডি/ঢাকা/২৬ জুলাই ২০১৭/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়