ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

অবশেষে পাকিস্তানের সন্ত্রাসী তালিকায় হাফিজ সাইদ

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবশেষে পাকিস্তানের সন্ত্রাসী তালিকায় হাফিজ সাইদ

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে পাকিস্তানের সন্ত্রাসী তালিকায় নাম উঠল হাফিজ মোহাম্মদ সাইদের।

মুম্বাই হামলার হোতা হাফিজ সাইদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য ভারতের চাপ ছিল।

লস্কর-ই-তাইয়েবার প্রতিষ্ঠাতা হাফিজ সাইদ ও জামাত-উদ-দোয়ার চার সদস্যের নাম সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে পাঞ্জাবের প্রাদেশিক সরকার। এটি তাদের চতুর্থ পর্যায়ের তালিকা।

চতুর্থ পর্যায়ের তালিকায় নাম উঠেছে হাফিজ সাইদের ঘনিষ্ঠ সহযোগী কাজি কাশিফেরও। যেসব ব্যক্তি রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কাজে নিযুক্ত বা সন্দেহ রয়েছে এরা যুক্ত হতে পারে, তাদের নাম এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

চতুর্থ পর্যায়ের সন্ত্রাসী তালিকায় ‘ঘৃণ্য বক্তব্য দিয়ে উসকে দেওয়ায় অভিযুক্তরাও’ অন্তর্ভুক্ত হবে। হাফিজ সাইদকে নিয়ে এখন পর্যন্ত এটি পাকিস্তানের বড় ধরনের উদ্যোগ। এর আগে পাকিস্তান তার কাজকর্মকে ‘সন্ত্রাস’ বলে অভিহিত না করলেও সম্প্রতি তাকে গৃহবন্দি করে রেখেছে এবং বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা তালিকায় তার নাম রয়েছে।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম ডনের খবরে হাফিজ সাইদের নাম অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে। জামাত-উদ-দোয়ার অন্য তিন সদস্য হলেন আবদুল্লাহ ওবায়েদ, জাফর ইকবাল, আবদুর রহমান আবিদ।




রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৭/রাসেল পারভেজ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ