ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কাশ্মিরে সেনা অভিযানে নিহত ৬

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ১৮ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাশ্মিরে সেনা অভিযানে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সেনা অভিযানে ছয় বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন এ্ তথ্য জানিয়েছে।

শনিবার সন্ধ্যায় বন্দিপোরা জেলায় এ অভিযান চালানো হয়।এ সময় ভারতের বিমান বাহিনীর একজন কমান্ডো নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো এক সেনা।

হাজিন এলাকার চান্দেরগির গ্রামে জঙ্গি ‍উপস্থিতির খবর পেয়ে সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস, রাজ্য পুলিশের সন্ত্রাসবাদবিরোধী স্কোয়াড এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স নিয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান চালায়।

সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, জঙ্গিদের গোপন আস্তানা ঘিরে ফেললে তারা গুলি করা শুরু করে। জবাবে সেনারাও পাল্টা গুলি চালায়।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন লস্কর-ই-তৈয়বার কমান্ডার এবং পাকিস্তানভিত্তিক জামাত-উদ-দাওয়ার শীর্ষ কমান্ডারের ছেলে রয়েছে।

জম্মু ও কাশ্মিরের পুলিশ কর্মকর্তা ভৈদ বলেছেন, ‘আজ যেসব জঙ্গিদের নিস্ক্রিয় করা হয়েছে তারা সবাই পাকিস্তানি।’



রাইজিংবিডি/ঢাকা/১৮ নভেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়