ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফিরেই ট্রিপল সেঞ্চুরি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৩, ৫ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিরেই ট্রিপল সেঞ্চুরি

বব কাউপার

ক্রীড়া ডেস্ক : মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে ৯৯ রান করে আউট হয়ে গিয়েছিলেন। সিডনিতে তৃতীয় টেস্টে খেললেন ৬০ রানের একটি ইনিংস। তারপরও অ্যাডিলেডে চতুর্থ টেস্টের একাদশে জায়গা হারালেন বব কাউপার।

১৯৬৫-৬৬ অ্যাশেজে সিডনির ম্যাচটা অস্ট্রেলিয়া হেরেছিল ইনিংস ব্যবধানে। ৫০ বছরে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় হার সেটি। অ্যাডিলেডে পরের টেস্টে তাই অস্ট্রেলিয়া অধিনায়ক ব্রায়ান বুথ, কাউপারসহ আগের টেস্টের পাঁচজন বাদ পড়েন একাদশ থেকে। অবশ্য ম্যাচটা অস্ট্রেলিয়া ইনিংস ব্যবধানে জিতে সিরিজে ১-১ সমতা ফেরায়। মেলবোর্নে শেষ টেস্টে একাদশে ফিরেই কাউপার করেন ট্রিপল সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে কোনো ব্যাটসম্যানের প্রথম ট্রিপল সেঞ্চুরি।

৭২৭ মিনিট উইকেটে থেকে ৫৮৯ বলে ২০টি চারে ৩০৭ রানের ইনিংস খেলেন কাউপার। দেশের মাটিতে অ্যাশেজে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংসে তিনি ছাড়িয়ে যান স্যার ডন ব্র্যাডম্যানকে (২৭০)। গড়েন মেলবোর্নে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজে যেকোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংসে ছাড়িয়ে যান ইংল্যান্ডের টিপ ফস্টারকে (২৮৭)। তিনটি রেকর্ডই অক্ষত আছে এখনো।

২০০৩ সালে পার্থে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ম্যাথু হেইডেনের ৩৮০ রানের আগে কাউপারের ইনিংসটিই ছিল অস্ট্রেলিয়ায় কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। ২০১২ সালে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ায় ট্রিপল সেঞ্চুরি করেন মাইকেল ক্লার্ক। সিডনিতে ভারতের বিপক্ষে ক্লার্ক করেন অপরাজিত ৩২৯। অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ ইনিংসের রেকর্ডে কাউপারকে ছাড়িয়ে গেছেন হেইডেন, ক্লার্ক। তবে কাউপারের ১২ ঘণ্টার (৭২৭ মিনিট) সেই ইনিংসটি অস্ট্রেলিয়ায় দীর্ঘতম ইনিংসের রেকর্ড হিসেবে টিকে আছে এখনো।

ভাবছেন, আজ কেন কাউপারকে নিয়ে আলোচনা? আজ যে তার জন্মদিন! ১৯৪০ সালের এই দিনেই মেলবোর্নের ভিক্টোরিয়ায় পৃথিবীর আলো দেখেন কাউপার। রেকর্ড গড়া সেই ট্রিপল সেঞ্চুরির ইনিংসটিও খেলেন ঘরের মাঠেই। কাউপারকে জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন রবার্ট ম্যাস্কিউ কাউপার। আজ কিন্তু বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও জন্মদিন। শুভ জন্মদিন ‘ম্যাশ’। 




রাইজিংবিডি/ঢাকা/৫ অক্টোবর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়