ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চ্যালেঞ্জ নিতে প্রোটিয়াদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ২৭ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চ্যালেঞ্জ নিতে প্রোটিয়াদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমের সেনওয়েস পার্ক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বৃহস্পতিবার স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

প্রোটিয়াদের ঘরের মাঠে বলার মতো কোনো সুখস্মৃতি নেই বাংলাদেশের। তবে বদলে যাওয়া বাংলাদেশ নতুন চ্যালেঞ্জ নিতেই নয় বছর পর দক্ষিণ আফ্রিকার মাঠে তাদের বিপক্ষে খেলতে নামবে।

ক্রিকেটের কোনো সংস্করণেই দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারাতে পারেনি বাংলাদেশ। তবে এবার ইতিহাস বদলের স্বপ্ন নিয়েই সাদা পোশাকে মাঠে নামতে যাচ্ছে মুশফিক অ্যান্ড কোং।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের কন্ডিশনে ভালো করা কতটা কঠিন সেটা হয়তো ভালো করেই জানেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। তবে দুঃসহ অতীত ভুলে প্রতিভাবান তরুণদের নিয়ে নতুন কিছু করার আহ্বান তার কণ্ঠে।

টেস্টে ক্রিকেটের অভিজাত সংস্করণে গত এক বছরে ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। সবশেষ অস্ট্রেলিয়াকে হারানোর স্মৃতি এখনো বেশ তাজা। তাই শক্তিশালী এ সংস্করণে ভাগ্যের ছোঁয়ার সঙ্গে নিজেদের সেরাটা দিলে জয় সম্ভব বলে মনে করছেন মুশফিক।



প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে চলুন দুই দলের পরিসংখ্যানের পাতায় একটু চোখ বুলাই। সাদা পোশাকে এখন পর্যন্ত মোট ১০ বার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে কোনোটিতেই জয়ের দেখা পায়নি টাইগাররা। দুটি টেস্ট ড্র হলেও তাতে বৃষ্টির আশীর্বাদ ছিল। বাকি আট টেস্টেই জয় পেয়েছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের টেস্টের ফলাফল আরো ভয়াবহ। চার টেস্টের সবকটিতেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ইনিংসে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ স্কোর ৩৩০। তবে বিবর্ণ সে অধ্যায় পেরিয়ে এখন অনেক দূর এগিয়ে এসেছে বাংলাদেশের ক্রিকেট। বছর জুড়ে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেদের বদলে যাওয়ার কথা জানান দিচ্ছে প্রতিনিয়ত। তাই ম্যাচ শুরুর আগে আবারও ভালো শুরু ও ছন্দ ধরে রাখার কথা জানালেন টাইগার দলপতি।



রাইজিংবিডি/ঢাকা/২৭ সেপ্টেম্বর ২০১৭/শামীম/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়