ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইতালিতে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কোতারেল্লি

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৮, ২৯ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইতালিতে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কোতারেল্লি

আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে সরকার গঠনে সংকট নিরসনে আইএমএফের প্রাক্তন অর্থনীতিবিদ কারলো কোতারেল্লিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা।

দেশটির জনপ্রিয় দুটি রাজনৈতিক দল সরকার গঠনে ব্যর্থ হওয়ার পর কোতারেল্লির এই নিয়োগ এলো। এখন কোতারেল্লিকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।

কারলো কোতারেল্লি ইতালিতে সরকারি ব্যয় কমানোর জন্য সংকোচন নীতি অবলম্বনের কারণে সকলের কাছে ‘মি. সিজার (কাঁচি)’ নামে পরিচিত।

তবে কোতারেল্লির এই নিয়োগ সাময়িক পদক্ষেপ। নিয়োগ পাওয়ার পর তিনি জানিয়েছেন, আগামী বছরের প্রথম দিকে তিনি দেশে নতুন নির্বাচন দেবেন।

এর আগে ইতালিতে নতুন নির্বাচন হতে পারে, এমন সম্ভাবনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থনীতির বাজারে ধাক্কা লাগে। তবে কারলো কোতারেল্লির এই নিয়োগে দেশটিতে নতুন করে নির্বাচনের পর সরকার গঠনে সময় লাগবে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।

তথ্য : বিবিসি



রাইজিংবিডি/ঢাকা/২৯ মে ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়