ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এক মাস মাঠের বাইরে মার্সেলো

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৯, ২৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক মাস মাঠের বাইরে মার্সেলো

ক্রীড়া ডেস্ক: সময়টা মোটেও ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। মৌসুমের শুরুতেই বাজে পারফরম্যান্সে বর্তমানে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে লস ব্লাঙ্কোসরা। এর সঙ্গে দলের খেলোয়াড়দের ইনজুরি চিন্তায় ফেলেছে রিয়াল কোচ জিনেদিন জিদানকে।

লা লিগায় সবশেষ ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছিল রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে পাওয়া চোটে অন্তত এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলো। বাম পায়ের ইনজুরিতে ভুগছেন ফর্মে থাকা ব্রাজিলিয়ান এ তারকা।

এবার স্প্যানিশ লা লিগার শিরোপা ধরে রাখার মিশনটা হতাশার হয়েছে রিয়ালের। প্রথম পাঁচ ম্যাচে দুই জয়ের বিপরীতে বাকি তিন মাচেই পয়েন্ট হারিয়েছে দলটি। গত বুধবার লা লিগায় নিজেদের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নেমে চোট পান মার্সেলো। স্ক্যান করানোর পর হ্যামস্ট্রিংয়ের চোট ধরা পড়ে রিয়াল এ লেফট-ব্যাকের।

স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, অক্টোবরের শেষ সময় পর্যন্ত মার্সেলোকে পাবে না রিয়াল। এ সময় স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি লিগে দেপোর্তিভো লা করুনা, এস্পানিওল ও গেটাফের বিপক্ষে খেলবে। লিগের পাশাপাশি মর্যাদার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বরুশিয়া ডর্টমুন্ড ও টটেনহ্যাম হটস্পারের বিপক্ষেও মার্সেলোকে দেখা যাবে না।

একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়ে জয়ে ফিরতে মরিয়া রিয়াল। শিরোপা ধরে রাখার লড়াইয়ে নতুন ছক কষতে হচ্ছে দলটির কোচ জিদানকে। ইনজুরির কারণে ইতিমধ্যেই বাইরে রয়েছেন আক্রমনভাগের তারকা করিম বেনজেমা। এবার লেফট-ব্যাক তারকা মার্সেলোর শূন্যস্থান পূরণ করতে বিকল্প চিন্তা করতে হচ্ছে ফরাসি কোচ জিদানকে।




রাইজিংবিডি/ঢাকা/২৩ সেপ্টেম্বর ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়