ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সুয়ারেজ-পিকের জন্য বার্সার আপিল

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ২০ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুয়ারেজ-পিকের জন্য বার্সার আপিল

ক্রীড়া ডেস্ক: স্প্যানিশ লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার ঠিক পরই অবস্থান করছে ভ্যালেন্সিয়া। পরের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলবে কাতালান ক্লাবটি। গুরুত্বপূর্ণ ওই ম্যাচের আগে দলের দুই তারকা ফুটবলার লুইস সুয়ারেজ ও জেরার্ড পিকের হলুদ কার্ডের বিপরীতে আপিলের সিদ্ধান্ত নিয়েছে বার্সা।

লা লিগায় সবশেষ লিগানেসের বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখেন পিকে ও সুয়ারেজ। লিগ মৌসুমে পঞ্চম হলুদ কার্ডের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন পিকে। সুয়ারেজের এটি মৌসুমের তৃতীয়। ইনজুরির কারণে মাঠের বাইরে হাভিয়ের মাশ্চেরানো। তাই পিকের নিষেধাজ্ঞার আপিল কার্যকর হলে কিছুটা স্বস্তিতে থাকতে পারবে বার্সা।

পিকে ও সুয়ারেজের আপিল নিয়ে বার্সা এক বিবৃতিতে জানায়, ‘বার্সেলোনা নিশ্চিত করে জানাচ্ছে যে, লিগানেসের বিপক্ষে ম্যাচে পিকে ও সুয়ারেজের হলুদ কার্ডের বিপরীতে প্রতিযোগিতা কমিটির কাছে আপিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আগামী রোববার (২৬ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় হাই ভোল্টেজ ম্যাচে বার্সাকে নিজেদের মাঠে স্বাগত জানাবে ভ্যালেন্সিয়া। লা লিগায় ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বার্সা। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ভ্যালেন্সিয়া।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ নভেম্বর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়