ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইউএস ওপেনে নেই লাস্যময়ী শারাপোভা

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ৩১ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউএস ওপেনে নেই লাস্যময়ী শারাপোভা

মারিয়া শারাপোভা

ক্রীড়া ডেস্ক : বছরের শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনে খেলা হচ্ছে না টেনিস তারকা মারিয়া শারাপোভার। লাস্যময়ী শারাপোভা পায়ের চোটের কারণে নিজেকে ইউএস ওপেন থেকে সরিয়ে নিয়েছেন। রাশিয়ার এই তারকা খেলোয়াড় রোববার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

 

২৮ বছর বয়সী শারাপোভা না থাকায় ইউএস ওপেনের রং কিছুটা হলেও হারাল। রোববার টুইটারে শারাপোভা লিখেন, ‘দুর্ভাগ্যবশত এ বছরের ইউএস ওপেনে আমি খেলতে পারছি না। নিজেকে তৈরি করতে সম্ভাব্য সকল চেস্টা করেছি। কিন্তু যথেষ্ট সময় আমি পাইনি।’

 

গত জুলাই থেকে কোর্টের বাইরে শারাপোভা। উইম্বলডন ওপেনে সেমিফাইনালে সেরেনা উইলিয়ামসের কাছে হেরে যাওয়ার পর ইনজুরিতে পরেন রুশ সুন্দরী। পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জেতা শারাপোভা ২০০৬ সালে ইউএস ওপেন জয়লাভ করেন।

 

শারাপোভা ছিটকে যাওয়ায় কপাল খুলেছে স্বদেশী দারিয়া গাভরিলোভার। টুর্নামেন্টের পরিচালক ডেভিড ব্রেয়ার সোমবার দারিয়ার নাম ঘোষণা করেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ আগস্ট ২০১৫/ইয়াসিন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়