ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাঙ্ক্ষিত দর্শনার দর্শন

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৩, ২৩ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাঙ্ক্ষিত দর্শনার দর্শন

বিনোদন ডেস্ক : ভারতীয় মডেল-অভিনেত্রী দর্শনা বনিক। শোবিজ অঙ্গনে কাজ করবেন এমন ভাবনা ছোটবেলায় ছিল না। তবে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রেখে দর্শকের নজর কাড়েন। তারপর অসংখ্য নামী-দামি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে মডেল হন তিনি।

ছোট পর্দার মাধ্যমে অভিনয়ে নাম লেখান দর্শনা। টলিউড সিনেমার মাধ্যমে চলচ্চিত্রেও অভিষেক ঘটেছে তার। শুধু তাই নয়, ‘ক্ষত’, ‘ঈগলের চোখ’, ‘শবর’, ‘জোজো’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। কমলেশ্বর, সৃজিত, অঞ্জন দত্তর মতো টলিউডের প্রথম সারির পরিচালকের সিনেমায় অভিনয় করে নিজের অভিনয় দক্ষতারও প্রমাণ দিয়েছেন এই অভিনেত্রী।

শুধু অভিনয়ই নয় রূপের জাদুতেও মুগ্ধ করেছেন দর্শকদের তিনি। গত মাসে সুইম স্যুট পরে একটি ফটোশুটে অংশ নেন দর্শনা। এ ফটোশুটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় উঠে আসেন এই নায়িকা। বর্তমানে ভারতের তেলেগু ভাষার একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। আলোচিত এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।
 

কলকাতার মেয়ে দর্শনা বনিক। ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি
 

অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী থাকা অবস্থায় বন্ধুদের উৎসাহে একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন দর্শনা
 

২০১৩ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি
 

২০১৭ সালে টলিউড চলচ্চিত্রে পা রাখেন দর্শনা বনিক
 

কলকাতা টাইমসের জরিপে সেরা কাঙ্ক্ষিত নারী ২০১৭-এর তালিকায় ১৭তম স্থানে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৮/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়