ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সেমিফাইনালে বাংলাদেশ

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৫, ২৯ নভেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : আগামী বছর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পথে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাংককে অনুষ্ঠিত বাছাইপর্বের খেলায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

 

রোববার নারী ক্রিকেট দল স্কটল্যান্ডকে হারিয়েছে আট উইকেটের বড় ব্যবধানে। ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে জাহানারা আলমের দল। দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট চার। প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডকে ৭৩ রানে হারিয়েছিল বিশ্বকাপের মূল পর্বে খেলার প্রত্যাশীরা।

 

রোববার ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলোজি মাঠে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক জাহানারা আলম। পুচকে স্কটল্যান্ডকে মাত্র ৫৩ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। স্কটল্যান্ডের একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুই অঙ্কের ঘরে পৌঁছায় ক্যাথরিন ব্রিস। এ ছাড়া দলের অন্যান্য দশ ব্যাটসম্যানের একজনও রানের দেখা পাননি।

 

তিন উইকেট পাওয়ার সুবাদে বাংলাদেশের সেরা বোলার রুমানা আহমেদ। নয় রানে তিন উইকেট নেন তিনি। দুটি উইকেট নেন খাদিজাতুল কুবরা। একটি করে উইকেট নেন জাহানারা আলম, পান্না ঘোষ ও ফাতিমা খাতুন।

 

সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১২.৪ ওভারে জয় নিশ্চিত করে বাংলাদেশ। দুই ওপেনার আয়েশা রহমান ও শারমিন আহমেদ উদ্বোধনী জুটিতে ৫৩ রান যোগ করেন। ওই রানেই দুই উইকেট হারায় বাংলাদেশ। শারমিন আক্তার ২৬ রানে আউট হওয়ার পর আয়েশা রহমান ২৪ রানেই শিকার হন রান আউটের।শায়লা শারমিন শূণ্য ও রুমানা আহমেদ এক রানে অপরাজিত থাকেন।

 

ম্যাচ সেরা নির্বাচিত হন রুমানা আহমেদ। বাংলাদেশের পরবর্তী ম্যাচ পহেলা ডিসেম্বর, পাপুয়া নিউ গিনির বিপক্ষে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ নভেম্বর ২০১৫/ইয়াসিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়