ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঢাকা টেস্টও নিষ্প্রাণ ড্র

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২২, ৩ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা টেস্টও নিষ্প্রাণ ড্র

ক্রীড়া প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ ঢাকা টেস্টও যে নিষ্প্রাণ ড্র হতে যাচ্ছে- এটা সবার জানাই ছিল। কারণ, গতকাল টেস্টের চার দিন শেষ হলেও খেলা হয়েছিল শুধু প্রথম দিন! তিন দিনই বৃষ্টি গিলে খেয়েছিল। তবে আজ সোমবার শেষ দিনে ক্রিকেটপ্রেমীরা ব্যাট-বলের লড়াইটা অন্তত দেখতে পারতেন। কারণ, এদিন মিরপুরে বৃষ্টির ছিটেফোঁটাও নেই। মিরপুরের আকাশজুড়ে ঝলমলে রোদ। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে ৯টায়।

 

কিন্তু ৯টার দিকেই এল ঘোষণাটা। আউটফিল্ড ভেজা থাকায় শেষ দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করলেন আম্পায়াররা। ফলে চট্টগ্রামের পর ঢাকা টেস্টও নিষ্প্রাণভাবেই ড্র হলো। চট্টগ্রাম টেস্টের শেষ দুই দিনের খেলা বৃষ্টিতে ভেসে গিয়েছিল। অবশ্য বাংলাদেশের জন্য সিরিজটা ভালোই হলো। এই প্রথম প্রোটিয়াদের বিপক্ষে কোনো টেস্ট সিরিজ ড্র করল টাইগাররা।

 

ঢাকা টেস্টের প্রথম দিনের ৮৮.১ ওভার খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৮ উইকেটে ২৪৬ রান। ১৩ রানে অপরাজিত ছিলেন নাসির হোসেন। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন অধিনায়ক মুশফিকুর রহিম। দক্ষিণ আফ্রিকার পক্ষে ডেল স্টেইন ও জেপি ডুমিনি নেন ৩টি করে উইকেট।

 

 
 

 


রাইজিংবিডি/ঢাকা/৩ আগস্ট ২০১৫/পরাগ/এএন     

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়