ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলা, আটক ২

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৩, ১৮ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলা, আটক ২

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া শহরের মজমপুর গেটে দুর্বৃত্তরা হামলা চালিয়ে সাংবাদিক নেতা নূর আলম দুলালকে গুরুতর আহত করেছে। এ সময় দুলালের সহকর্মী ক্যামেরাপারসন হাবিবুর রহমান হাবিবের ওপর চড়াও হয়।  

 

বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের মজমপুর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত নুর আলম দুলাল একাধারে এসএ টেলিভিশন, বাসস, ভোরের কাগজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি। কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক কুষ্টিয়ার কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম কুষ্টিয়ার সভাপতি।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, শহরের মজমপুর গেটে সাত্তার কনফেকশনারীর সামনে অবস্থানকালে দুলালের উপর এলাকার চিহ্নিত মাস্তান তরিকুল ইসলামসহ কয়েকজন দুর্বৃত্ত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি মারপিট করে দুলাল ও তার ক্যামেরাপারসন হাবিবকে আহত করে। এ সময় স্থানীয় জনতা ও সাংবাদিকরা এসে আহত দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়।

 

পরে হামলাকারী হিসেবে তরিকুল ইসলাম ও লালন উদ্দিনের নাম উল্লেখ এবং অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।  

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় পুলিশ তরিকুল ও লালন উদ্দিনকে আটক করেছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

 

 

রাইজিংবিডি/কুষ্টিয়া/১৮ নভেম্বর ২০১৬/কাঞ্চন কুমার/বকুল 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়