ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফিফার বিশেষজ্ঞ দল ঢাকায়

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ২ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিফার বিশেষজ্ঞ দল ঢাকায়

টার্ফ স্থাপনের কাজ পরিদর্শক করছেন ফিফার কর্মকর্তাগণ

ক্রীড়া প্রতিবেদক : ‘ফিফা ডেভেলপমেন্ট প্রজেক্ট ঢাকা, বাংলাদেশ’ এর আওতায় কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে চলছে আর্টিফিসিয়াল টার্ফ স্থাপনের কাজ। গেল সপ্তাহে শুরু হয়েছে টার্ফ বসানোর এই কাজ।

 

এই কাজের অগ্রগতি পর্যবেক্ষণের লক্ষ্যে ফিফার ৩ জন কর্মকর্তা মার্কুস কেলার (ফিফা অ্যাস্ট্রোটার্ফ পরামর্শক), পিটার ফন রেইজেন (টেকনিক্যাল ম্যানেজার, গ্রেট স্পোর্টস ইনফ্রা) এবং জন কে জন (গ্রেট স্পোর্টস ইনফ্রার কর্মকর্তা) আজ ঢাকায় আসেন।

 

বৃহস্পতিবার বিকাল আড়াইটায় তারা কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আর্টিফিসিয়াল টার্ফ স্থাপনের কাজ পরিদর্শন করেন। এ সময় তারা কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি কিছু দিক নির্দেশনা দেন এবং আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে মাঠে আর্টিফিসিয়াল টার্ফ বসানোর পরামর্শ দেন।

 

এ সময় ফিফা কর্মকর্তাদের সঙ্গে ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ এবং টার্ফ স্থাপনের দায়িত্ব পালনকারী ভারতীয় কোম্পানী গ্রেট স্পোর্টস ইনফ্রা প্রাইভেট লিমিটেডের সার্বক্ষণিক তদারককারী প্রকৌশলী নওফেল সাইন উদ্দিন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৫/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়