ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বসন্ত বাতাসে লাইলাক

হুরণ আজাদী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ১২ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বসন্ত বাতাসে লাইলাক

হুরণ আজাদী :  বসন্তের ফুল লাইলাক। মে মাসের প্রথম সপ্তাহে এই ফুল ফোটা শুরু হয় এবং জুনের প্রথম সপ্তাহে সব ফুল ঝরে যায়। মাত্র একমাস এদের রাজত্ব।

 

লাইলাক ফুলের সুবাস বেলি ফুলের সুবাসের মতো মন মাতানো। দেখতেও বেলি ফুলের কাছাকাছি। যখন এই ফুল ফোটে গাছের আশপাশের বাতাসে ঘ্রাণ ছড়িয়ে পরে। এর ইংরেজি নাম- Lilac বৈজ্ঞানিক নাম- Syringa vulgaris, পরিবার-Oleaceae (Olive-family)

 

লাইলাকের আদিবাস ইস্টার্ন ইউরোপ আর এশিয়ার উষ্ণ অঞ্চল। প্রায় পঁচিশ প্রজাতির লাইলাক বসন্তের বাতাসে সুরভি ছড়িয়ে থাকে। প্রকৃতি তাদের রূপে সৌন্দর্যময় হয়ে ওঠে। লাইলাকের পাতা গাঢ় সবুজ রঙের আর ফুলগুলো কটন ক্যান্ডির মত লম্বা থোকা থোকা হয়। সবুজের মাঝে রঙগুলোকে আরও নয়নাভিরাম মনে হয়। এটা ছোট ঝোপের মত হয়।

 

 

লেখিকা : প্রবাসী উদ্ভিদবিদ

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৬/হাসনাত/সাইফ/নওশের

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়