ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ভারতে শিক্ষক দিবসে মোদির পাঁচ কথা

উজ্জ্বল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৩, ৪ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে শিক্ষক দিবসে মোদির পাঁচ কথা

উজ্জল বিশ্বাস : ভারতের জাতীয় শিক্ষক দিবস ৫ সেপ্টেম্বর। এ উপলক্ষে একদিন আগেই শুক্রবার সকালে দিল্লির মানেকশ অডিটরিয়ামে আয়োজন করা হয় শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠানের। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অনুষ্ঠানে ভাষণ দেন এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

মোদির ভাষণে উল্লেখযোগ্য কিছু বক্তব্য উঠে আসে। দেশটির গণমাধ্যমগুলো তার এই বক্তব্য ফলাও করে সম্প্রচার ও প্রকাশ করে। প্রসঙ্গত, ভারতে জাতীয় শিক্ষক দিবস ৫ সেপ্টেম্বর হলেও এদিন জন্মাষ্টমীর কারণে একদিন আগে শুক্রবার রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

 

শিক্ষক দিবসের অনুষ্ঠানে নরেন্দ্র মোদির উল্লেখযোগ্য কথাগুলোর পাঁচটি -

১. মা সন্তানের জন্ম দেন আর শিক্ষক সেই সন্তানের জীবন গড়ে দেন।

২. শিক্ষক ও মায়ের অবদান অস্বীকার করে- এমন একজনকেও পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না।

৩. শিক্ষকের পরিচয় নির্ভর করে তার ছাত্রের কৃতিত্বের উপর।

৪. শিক্ষক আমাদের যা বলেন তা সারাজীবনই স্মরণীয়।

৫. শিক্ষক যদি তার ছাত্রের মাঝে জ্ঞান ছড়িয়ে না দেন তা হলে তিনি অসম্পূর্ণ রয়ে যান।


 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ সেপ্টেম্বর ২০১৫/উজ্জ্বল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ