ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৪০ বছরে জলে-স্থলে ৫৮ শতাংশ প্রাণী কমেছে : গবেষণা

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৬, ২৭ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪০ বছরে জলে-স্থলে ৫৮ শতাংশ প্রাণী কমেছে : গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে গত ৪০ বছরে জলে-স্থলে ৫৮ শতাংশ প্রাণী কমেছে।

 

দি লিভিং প্লানেট নামে সংস্থার তত্ত্ববধানে দি জুওলজিক্যাল সোসাইটি অব লন্ডন ও ডব্লিউডব্লিউএফ এ গবেষণা চালিয়েছে।

 

তাদের ভাষ্য, ১৯৭০ সাল থেকে এ পর্যন্ত ৫৮ শতাংশ প্রাণী বিশ্ব থেকে বিলুপ্ত হয়ে গেছে। এ ধারা চলতে থাকলে ২০২০ সাল নাগাদ দুই-তৃতীয়াংশ মেরুদ-ী প্রাণী হারিয়ে যাবে।

 

গবেষণাপত্রে বলা হয়েছে, খালবিল, নদীনালা ও জলাভূমির প্রাণীই বেশি পরিমাণে বিলুপ্ত হচ্ছে। জীবজন্তুর বিচরণক্ষেত্র ও গাছপালার লালনভূমি মারাত্মকভাবে কমে যাওয়া, বন্যপ্রাণীর ব্যবসা, জনসংখ্যা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে জলে-স্থলে প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে।

 

ডব্লিউডব্লিউএফের বিজ্ঞান ও নীতিবিষয়ক প্রধান ড. মাইক ব্যারেট বন্যপ্রাণী বিলুপ্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আমরা পরিষ্কারভাবে একটি সিদ্ধান্তে পৌঁছেছি এই অর্থে যে, কোনো অজুহাতে এ অবস্থা আর চলতে দেওয়া যায় না।

 

তিনি আরো জানান, এর কারণ আমরা জানি এবং প্রকৃতি ও প্রাণীজগতের ওপর মানুষের প্রভাব সম্পর্কেও আমরা জানি। কিন্তু এখন সময় এ নিয়ে কাজ করার।

 

তবে গবেষণার পদ্ধতি নিয়ে সমালোচনা চলছে। যাই হোক, একটি বিষয়ক পরিষ্কার, প্রাণীজগতে প্রতিনিয়ত সদস্য কমছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ অক্টোবর ২০১৬/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়