ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খোলামেলা ছবিতে মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ২২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
খোলামেলা ছবিতে মিষ্টি জান্নাত

মিষ্টি জান্নাতের এমন অনেক ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়া চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নিজে চলচ্চিত্র প্রযোজনাও করেছেন এই নায়িকা।

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব জান্নাত। প্রায়ই ছবি আপলোড করে নিজের অবস্থান জানান দেন তিনি। কোনো কারণ ছাড়াই এসব ছবিতে তাকে ইদানিং স্বল্পবসনে দেখা যায়। ভক্ত-অনুরাগী ও সমালোচকদের নজর কাড়ে তার আবেদনময়ী ছবি। তবে কেন এমন ছবি পোস্ট করেন এর কোনো উত্তর দিতে নারাজ এই নায়িকা। এছাড়া বিভিন্ন ফেসবুক গ্রুপে মিষ্টি জান্নাতের বেশ কিছু স্বল্পবসনের ছবি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে।

দেশের পাশাপাশি ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন। টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম, ঢাকাই চলচ্চিত্রের সাইমন সাদিক, বাপ্পি চৌধুরী, জয় চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন মিষ্টি।

মিষ্টি জান্নাত অভিনীত সর্বশেষ সিনেমা ‘তুই আমার রানি’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়। যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের সজল আহমেদ ও ভারতের পীযূষ সাহা। এতে মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সূর্য।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি অভিনেত্রী হিসেবেও ক্যারিয়ার গড়তে চান।

খুব শিগগির কয়েকটি নতুন সিনেমার কাজ শুরু করবেন বলে জানান মিষ্টি।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়