ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০০, ১৯ জানুয়ারি ২০২২   আপডেট: ০৮:২৩, ১৯ জানুয়ারি ২০২২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) মধ্যরাত ১২টা থেকে ১টা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে।

মুলত ছাত্রলীগের কমিটি নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারের জের ধরে ছাত্রলীগের বিজয় গ্রুপ ও সিএফসি গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্য ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে সংঘর্ষে আহত কয়েকজন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন। ধারালো অস্ত্রের আঘাতে আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রেজাউল/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়