ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছবিতে শাকিব-বুবলীর ছেলে শেহজাদ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ৩০ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৬:৩১, ৩০ সেপ্টেম্বর ২০২২
ছবিতে শাকিব-বুবলীর ছেলে শেহজাদ

ছবি শবনম বুবলীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত

মা হয়েছেন অভিনেত্রী শবনম বুবলী— গুঞ্জনটি অনেকদিন থেকেই চলছিল, তবে সম্প্রতি বেবিবাম্পের ছবি প্রকাশ্যে এনে সেই গুঞ্জনের পালে হাওয়া দেন ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকল জল্পনার অবসান ঘটিয়ে ছেলের ছবিও প্রকাশ করেন তিনি। পাশাপাশি এক বিবৃতিতে জানান, তার সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান।

এদিন নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অ্যাকাউন্টে আলাদাভাবে বিবৃতি দিয়েছেন শাকিব খান ও বুবলী। যদিও তাদের পোস্টের কথাগুলো একই। তারা জানান, শুভ দিনক্ষণ দেখেই সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনতে চেয়েছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এখনই বিষয়টি প্রকাশ করেছেন এই দুই তারকা। পাশাপাশি সন্তানের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তারা। শাকিব ও বুবলীর সন্তানকে নিয়ে এই ফটো ফিচার।

আরো পড়ুন:

বুবলী ২০২০ সালের ২১ মার্চ পুত্র সন্তানের জন্ম দেন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিক্যাল হাসপাতালে মা হয়েছেন এই চিত্রনায়িকা

শাকিব-বুবলী ছেলের নাম রেখেছেন শেহজাদ খান বীর

‘বসগিরি’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন শবনম বুবলী। এরপরই তাদের প্রেমের সম্পর্কের খবর শোনা যায়

বুবলী বর্তমানে জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’ সিনেমার শুটিং করছেন

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়