ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ড্যাফোডিল ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্বর্ণপদক পেলেন রাফা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ১০ ফেব্রুয়ারি ২০২৩  
ড্যাফোডিল ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্বর্ণপদক পেলেন রাফা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) দশম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ‘গ্র্যাজুয়েট স্বর্ণপদক’ পেয়েছেন ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহিয়া রহমান রাফা।

বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ থেকে রাফা সিজিপিএ–৪ পেয়ে স্নাতক সম্পন্ন করেছেন। নিয়ম অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শিক্ষার্থীরা রাষ্ট্রপতি বা বিশ্ববিদ্যালয়ের আচার্যের হাত থেকে স্বর্ণপদক পান। এদিন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কৃতি শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দেন।

এবারের সমাবর্তনে ৬ হাজার ১৬৪ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি দেওয়া হয়। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১২ জন গ্র্যাজুয়েটকে বিভিন্ন ক্যাটাগরিতে ‘স্বর্ণপদক’ দেওয়া হয়।

স্বর্ণপদক পাওয়ার অনুভূতি জানতে চাইলে মাহিয়া রহমান রাফা বলেন, ভালো লাগছে বাবা-মায়ের প্রত্যাশা অনুযায়ী ফলাফল অর্জন করতে পেরেছি। বাবা-মায়ের প্রেরণাতেই এতদূর আসতে পেরেছি। আগামীর জন্যও সবার কাছে দোয়া চাই।

ভবিষ্যতে উচ্চতর ডিগ্রির অর্জনে দেশের বাইরে পড়াশুনা করার ইচ্ছে রাফার। তবে, ক্যারিয়ারের জন্য বাংলাদেশই তার প্রথম পছন্দ।

প্রসঙ্গত, বর্ণাঢ্য আয়োজনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) দশম সমাবর্তন বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সমাবর্তন বক্তা ছিলেন ভারতের হিমাচল প্রদেশের শোলিনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অতুল খোসলা। স্বাগত বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান। ভ্যালিডেকটোরিয়ান বক্তব্য দেন আইন বিভাগের গ্র্যাজুয়েট সাইফুল ইসলাম।

হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়