বাড়ির রং নীল-সাদা হলেই কর ছাড়
টিপু || রাইজিংবিডি.কম
নীল-সাদা রং করা কলকাতার সরকারি ভবন ‘নবান্ন’
ডেস্ক রিপোর্ট : বাড়ির রং আকাশি নীল আর সাদা হলেই এক বছরের সম্পত্তি কর ছাড়। এমনই সিদ্ধান্ত কলকাতা পুরসভার।
সোমবার পুরসভার বৈঠকে মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, ২০১৪-১৫ সালের জন্য কর মওকুফ করা হবে সেই সব বাড়ির, যেগুলোতে থাকবে কলকাতার থিম রং আকাশি নীল ও সাদা।
আর্থিক সংকটে থাকা পুরসভার এমন প্রস্তাবের সমালোচনা করেছে বিজেপি ও কংগ্রেস।
বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, এমন প্রস্তাবে দেউলিয়া হওয়া কলকাতা পুরসভার আর্থিক সংকট আরো বাড়বে।
পুরসভার কংগ্রেস দলনেত্রী মালা রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এটা একটা নতুন চমক।
২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য ক্ষমতায় আসার পর থেকেই লাল রঙের বদলে নীল-সাদায় কলকাতা শহরকে মুড়তে চেয়েছেন। নবান্নসহ বেশ কিছু সরকারি ভবনে নীল-সাদা রং করা হয়েছে। নীল-সাদা রঙের পোঁচ পড়েছে ট্যাক্সি কিংবা বাসেও। তবে ব্যতিক্রম হিসেবে মহাকরণ এবং লালবাজারে পুলিশের সদর দফতর এখনো লাল রঙাই রয়ে গেছে।
মমতার পছন্দের রঙে কলকাতাকে সাজানোর পাশাপাশি পুরসভার এমন সিদ্ধান্তের পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ, আগামী বছর কলকাতা পুরসভার নির্বাচন। সেখানে কর ছাড়ের উদ্যোগ নিশ্চয়ই তৃণমূলের ভোটব্যাংক রক্ষায় সাহায্য করবে।
রাইজিংবিডি/ঢাকা/১০ জুন ২০১৪/টিপু/এএ
রাইজিংবিডি.কম