ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বীরপ্রতীক বদিউজ্জামান আইসিইউতে

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ১০ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বীরপ্রতীক বদিউজ্জামান আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : বীরপ্রতীক বদিউজ্জামান টুনু (৮৮) গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রাজশাহী মহানগরীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

বীরপ্রতীক বদিউজ্জামান টুনুর বাড়ি রাজশাহী মহানগরীর ঝাড়তলা মোড়ে। এ বাড়িতে গত ২ অক্টোবর দুপুরে পড়ে গিয়ে হাত, পা ও মাথায় আঘাত পান তিনি। পরে গত মঙ্গলবার তাকে হাসপাতালে নেওয়া হয়। গত শুক্রবার তার অবস্থার আরও অবনতি ঘটলে ওই দিন সন্ধ্যায় তাকে আইসিইউতে নেওয়া হয়।

 

বীরপ্রতীক বদিউজ্জামান টুনুর মেয়ে রাফিয়া নুসরাত রিভা জানান, বেশকিছু দিন আগেই তার বাবার শরীরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা অসুখ বাসা বেধেছে। এরই মধ্যে তিনি পড়ে গেলে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। তার বাবার সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

 

বড় ছেলে শহীদ নাদিম ইথু জানান, মহান মুক্তিযুদ্ধে তার বাবা সাত নম্বর সেক্টরের চার নম্বর সাব-সেক্টরে বৃহত্তর রাজশাহী অঞ্চলে সম্মুখযুদ্ধে অংশ নেন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ সরকার তাকে ‘বীরপ্রতীক’ খেতাবে ভূষিত করে।

 

তার স্ত্রী সংরক্ষিত আসনের প্রাক্তন সংসদ সদস্য ফিরোজা জামান চলতি বছরের ১৬ জানুয়ারি মারা যান।

 

 

রাইজিংবিডি/রাজশাহী/১০ অক্টোবর ২০১৬/তানজিমুল হক/রিশিত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়