বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

গাজীপুর কালিয়াকৈর উপজেলার সফিপুর থেকে বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ সেপ্টেম্বর ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলা সফিপুর পূর্বপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর ) সকালে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার পিয়াস চৌধুরী (২০) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মালাই এলাকার আব্দুল কাদেরের ছেলে।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ সেপ্টেম্বর ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালানো হয়। পরে স্থানীয় ফারুক গাজীর বাসায় থেকে পিয়াস চৌধুরীর নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় তার রুমে থাকা বইয়ের ভিতর থেকে বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
গাজীপুর/রেজাউল/বুলাকী
আরো পড়ুন