ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বৈরুতের জন্য বৈঠকে বসছেন বিশ্বনেতারা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ৯ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বৈরুতের জন্য বৈঠকে বসছেন বিশ্বনেতারা

বিস্ফোরণে বিধ্বস্ত লেবাননের রাজধানী বৈরুতের জন্য ত্রাণ সহায়তার জন্য বৈঠকে বসতে যাচ্ছেন বিশ্বনেতারা। রোববার তারা এ বৈঠকে বসবেন বলে জানিয়েছে বিবিসি।

ফ্রান্স ও জাতিসংঘের উদ্যোগে আয়োজিত এই বৈঠক শুরু হবে গ্রিনিচ মান সময় দুপুর ২টায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি এই বৈঠকে যোগ দেবেন।

কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক হাজার ৫০০ কোটি মার্কিন ডলার।

মঙ্গলবার বৈরুত বন্দরে রক্ষিত দুই হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হয় অন্তত ১৫৮ জন এবং আহত হয়েছে পাঁচ হাজারের বেশি মানুষ। বিস্ফোরণের প্রচণ্ডতায় নগরীর অর্ধেকই প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে তিন লাখ মানুষ। মঙ্গলবার বিস্ফোরণের ঘটনায় দোষীদের বিচার দাবি করে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। প্রধানমন্ত্রী হাসান দিয়াব সংকট নিরসনে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সোমবার এ বিষয়ে মন্ত্রিপরিষদে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।


 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়