ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুদ্ধবিরতি কার্যকরের আগে সুদানে তীব্র গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ১৮ এপ্রিল ২০২৩  
যুদ্ধবিরতি কার্যকরের আগে সুদানে তীব্র গোলাগুলি

সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের আধাঘণ্টা আগেও তীব্র গুলিবিনিময় হচ্ছে। মঙ্গলবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

শনিবার সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তার ডেপুটি ও  আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) মোহাম্মদ হামদান দাগলোর বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। গত তিন দিনের সংঘর্ষে অন্তত ১৮৫ জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর চাপে মঙ্গলবার দুই পক্ষ ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়।

আল- জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতির এক ঘন্টারও কম সময় আগে এখনও লড়াই চলছে।

সংবাদমাধ্যমটি প্রতিনিধি  বলেছেন, ‘আমরা রোববার এবং সোমবার দুটি যুদ্ধবিরতি প্রচেষ্টা ব্যর্থ হতে দেখেছি। আমরা দেখেছি, দুই পক্ষের মধ্যে গোলাগুলি বিনিময়ের ফলে গুলি বা ভারী গোলাগুলির মাধ্যমে আটকে থাকা এলাকাগুলো থেকে স্থানীয়রা বেরিয়ে আসার চেষ্টা করছে। সর্বশেষ যুদ্ধবিরতির এক ঘণ্টারও কম সময় আগে, আমরা রাজধানী খার্তুমের কেন্দ্রীয় অংশে সুদানি সেনাবাহিনীর যুদ্ধবিমান ওড়ার শব্দ শুনতে পাচ্ছি। আমরা ভারী গোলাগুলির শব্দও শুনতে পাচ্ছি।’

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়