সৌদি আরবে বিলুপ্ত হলো দোররা মারার প্রথা
শাস্তি হিসেবে আজ (২৬ এপ্রিল) থেকে সৌদি আরবে আর থাকছে না দোররা মারা তথা বেত্রাঘাত অথবা চাবুক মারার প্রথা। দেশটির সর্বোচ্চ আদালত শনিবার শাস্তি হিসেবে দোররা মারার প্রথা বিলুপ্ত করেছেন। এখন থেকে চাবুক না মেরে কারাদণ্ড কিংবা জরিমানা করা হবে।
সৌদি আরবের বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে দেশটির মানবাধিকার পরিস্থিতি সংস্কারের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে।
সৌদি আরবে জনসম্মুখে কিংবা কারাগারে চাবুক মারার মতো মানবতাবিরোধী শাস্তির সমালোচনা হয়ে আসছে বহু বছর ধরে। সবশেষ ২০১৫ সালে ব্লগার রাইফ বাদাউইকে সাইবার অপরাধ ও ইসলাম অবমাননা করার অভিযোগে জনসম্মুখে দোররা মারা হয়। ওই সময় বিশ্বে বিষয়টি নিয়ে বেশ সমালোচনা হয়। সৌদি আরবের নিন্দা করা হয়।
এসব ঘটনার পর সৌদি আরব তাদের ভাবমূর্তি ফেরাতে বেত্রাঘাতের শাস্তির বিষয়টি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়। যেটি অবশেষে কার্যকর করা হল।
উল্লেখ্য, মানবাধিকার কর্মীদের মতে বিশ্বে সবচেয়ে খারাপ মানবাধিকার পরিস্থিতি যেসব দেশে, সৌদি আরব তার একটি। সেখানে সাধারণ মানুষের বাক স্বাধীনতা খুবই সীমিত এবং সরকারের সমালোচকদের ঢালাওভাবে গ্রেপ্তার করা হয়।
ঢাকা/আমিনুল
রাইজিংবিডি.কম